shono
Advertisement
Modi Interacts with Shubhanshu

'ভারতীয়দের হৃদয়ে আপনি...', মহাকাশ স্টেশনে থাকা শুভাংশুকে বার্তা প্রধানমন্ত্রী মোদির

'এই যাত্রা আমার একার নয়, গোটা দেশের', মহাকাশ থেকে মাতৃভূমিকে বার্তা শুভাংশুর।
Published By: Kishore GhoshPosted: 06:11 PM Jun 28, 2025Updated: 07:24 PM Jun 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসাবে মহাকাশে পাড়ি দিয়ে ইতিহাস গড়েছেন শুভাংশু শুক্লা। ইতিমধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৪৯ ঘণ্টার বেশি কাটিয়ে ফেলেছেন দেশের গর্ব এই নভশ্চর। শনিবার তাঁর সঙ্গে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভাংশুকে প্রধানমন্ত্রীর বার্তা, ভারত থেকে দূরে কিন্তু ভারতীয়দের হৃদয়ে রয়েছেন আপনি। পালটা মাতৃভূমির প্রতি কৃতজ্ঞতা জানালেন গ্রুপ ক্যাপ্টেন। 

Advertisement

শনিবার প্রধানমন্ত্রীর দপ্তরের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টে একটি পোস্ট করা হয়। সেখানে লেখা হয়, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সঙ্গে কথা বলেছেন। যিনি বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন রয়েছেন।" শুভাংশু এবং মোদির মধ্যে বেশ কিছু সময় ধরে কথা হয়। ভারতীয় নভশ্চরের প্রতি মোদির বার্তা---"আজ মাতৃভূমি থেকে বহু দূরে আছেন আপনি, কিন্তু ভারতীয়দের হৃদয়ের সবচেয়ে কাছে রয়েছেন। আপনার নামের মধ্যে শুভ আছে, আপনার যাত্রা একটি যুগের শুভারম্ভ।" 

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পালটা শুভাংশু বলেন, "...আপনার এবং ১৪০ কোটি ভারতবাসীর শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমি এখানে সুস্থ এবং সুরক্ষিত আছি। ভালো অনুভব করছি, এটা একেবারে নতুন অনুভূতি। এই যাত্রা কেবল আমার একার নয়, গোটা দেশেরও। আজকের ভারত আপনার নেতৃত্বে স্বপ্নপূরণের অসংখ্য সুযোগ পাচ্ছে।"

উল্লেখ্য, বৃহস্পতিবার ইতিহাস তৈরি করেছেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পা দিয়েছেন তিনি। অ‌্যাক্সিয়ম-৪ অভিযানে অংশ হিসাবে অন্য তিন মহাকাশচারীর সঙ্গে মহাকাশ স্টেশন পৌঁছান শুভাংশু। ইতিমধ্যে সেখানে ৪৯ ঘণ্টা কাটিয়ে ফেলেছেন। আগামী ১৪ দিন মহাকাশ থেকে একাধিক বিষয়ে গবেষণা করবেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৃহস্পতিবার ইতিহাস তৈরি করেছেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা।
  • আগামী ১৪ দিন মহাকাশ থেকে একাধিক বিষয়ে গবেষণা করবেন তিনি।
Advertisement