সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাশে স্ত্রী ও কন্যা। দ্বিতীয়বার সাংসদ হওয়ার পর সপরিবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন সাংসদ সৌমিত্র খাঁ। বেশ কিছুক্ষণ সাংসদ ঘরনির সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী। তাঁর কাজকর্ম কেমন চলছে, সে বিষয়ে খোঁজখবর নেন। সাংসদকন্যা অত্রিশ্রীকে চকোলেট দিয়ে আশীর্বাদ করেন মোদি।
সৌমিত্র খাঁর বর্তমান স্ত্রী পারমিতা রায়চৌধুরী। উত্তরবঙ্গের শিলিগুড়ির বাসিন্দা তিনি। রাজস্থান থেকে আইন নিয়ে পড়াশোনা করেন পারমিতা। তবে বরাবরই রান্নাবান্নার প্রতি টান তাঁর। সেই কারণেই একটি ফুড হাবও চালু করেছেন। পাশাপাশি আইনজীবী হিসেবেও কাজ করেন। ভ্যালেন্টাইনস ডে-তে প্রথমবার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করেন সৌমিত্র। এর পরই প্রকাশ্যে আসে তাঁদের বিয়ের খবর। জানা গিয়েছে, পারমিতাদেবীর প্রথম পক্ষের স্বামীর মৃত্যু হয়। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। পরিবারের ইচ্ছেতে দেখাশোনা করেই সৌমিত্রর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন পারমিতাদেবী। দোলের দিন স্ত্রী ও কন্যার সঙ্গে প্রকাশ্যে এসেছিল সৌমিত্রর ছবি।
প্রসঙ্গত, সৌমিত্র খাঁর প্রথম স্ত্রী সুজাতা মণ্ডল। উনিশের লোকসভা নির্বাচনে স্বামীর হয়ে দেদার প্রচার করেছিলেন তিনি। অনেকেই দাবি করেন, সৌমিত্রর জয়ের চাবিকাঠি ছিলেন সুজাতাই। একুশের বিধানসভা ভোটের আগে আচমকা তাঁদের সম্পর্কে ছন্দপতন ঘটে। রীতিমতো সাংবাদিক বৈঠক করে ডিভোর্সের সিদ্ধান্তের কথা জানান সৌমিত্র। পরবর্তীতে তাঁদের বিচ্ছেদ হয়। চব্বিশের লোকসভা নির্বাচনে মুখোমুখি লড়াই করেন সৌমিত্র-সুজাতা। প্রথম স্ত্রীকে হারিয়ে ভোটযুদ্ধে জয়ের হাসি হাসেন সৌমিত্র। দ্বিতীয়বার সাংসদ হওয়ার পর সপরিবারে মোদির সঙ্গে সাক্ষাৎ বিজেপি সাংসদের।