সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার অপারেশন সিঁদুরের সাফল্যে জাতির উদ্দেশে ভাষণে ভারতীয় সেনাকে স্যালুট জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার ভোরে পাঞ্জাবের আদমপুর বায়ু সেনাঘাঁটিতে গিয়ে জওয়ানদের সরাসরি অভিনন্দন জানালেন নমো। পালটা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় করেন জওয়ানরাও। পরে এই অভিজ্ঞতার কথা টুইট করেন মোদি। সেখানে তিনি লেখেন, "যাঁরা সাহস, সংকল্প এবং নির্ভীকতার প্রতীক তাঁদের সঙ্গে থাকতে পারাটা এক বিশেষ অভিজ্ঞতা।"
২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের সঙ্গী সংগঠন টিআরএফের পাঁচ জঙ্গি। ৭ মে ভোর-রাতে পঁচিশ মিনিটের অপারেশন চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পিওকে-র নয়টি জঙ্গিঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। তাতেই তছনছ হয়ে গিয়েছে পাকিস্তানের একধিক বায়ু সেনাঘাঁটি। ভেঙে পড়েছে শত্রুপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেম। এখনও পর্যন্ত ভারতীয় সেনার অভিযানে নিহত হয়েছে ১০০ জনের বেশি জঙ্গি, ৩৫-৪০ পাক সেনা।
ভারতের তরফে এই গোটা অপরেশেন চালিয়েছে বায়ুসেনা। নিখুঁত পরিকল্পনায় সীমান্তের এপার থেকেই জঙ্গিদের প্রশিক্ষণ শিবির এবং পাক বায়ুসেনা ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে তারা। ফলে আদমপুর বায়ু সেনাঘাঁটিতে গিয়ে জওয়ানদের মোদির অভিনন্দন জানানো তাৎপর্যপূর্ণ। নিজের এক্স হ্যান্ডেলে সেই অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন নমো। তিনি লিখেছেন, "আজ সকালে আমি গিয়েছিলাম আদমপুর বায়ু সেনাঘাঁটিতে। বীর সেনা জওয়ানদের সঙ্গে দেখা করেছি। যাঁরা সাহস, সংকল্প এবং নির্ভীকতার প্রতীক তাঁদের সঙ্গে থাকতে পারাটা এক বিশেষ অভিজ্ঞতা। আমাদের সশস্ত্র বাহিনী জাতির জন্য যে অবদান রাখে তার জন্য ভারত চিরকাল কৃতজ্ঞ থাকবে।"
প্রসঙ্গত, গতকাল ভারতীয় সেনার পরাক্রমকে দেশের মেয়েদের উৎসর্গ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অপরেশন সিঁদুরের প্রয়োজনীয়তার ব্যাখ্যা দিতে গিয়ে শুরুতেই স্যালুট জানান ভারতের সেনা, সশস্ত্র বাহিনী, একাধিক এজেন্সি এবং দেশের বিজ্ঞানীদের। বলেন, “আমাদের দেশের মা-বোনেদের মাথার সিঁদুর মুছলে কতখনি দাম দিতে হয়, আজ তা বুঝে গিয়েছে গোটা বিশ্বের উগ্রপন্থীরা। জঙ্গিরা স্বপ্নেও ভাবেনি ভারত এত বড় পদক্ষেপ করবে।” শত্রুপক্ষের উদ্দেশে মোদির বার্তা দেন—ভারতের অভিযান বন্ধ হয়নি, স্থগিত হয়েছে।
