shono
Advertisement

অমিত শাহ বিমানবন্দরে নামতেই শহরে অন্ধকার! কেন বন্ধ বিদ্যুৎ সংযোগ? তুঙ্গে বিতর্ক

স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন।
Posted: 01:50 PM Jun 11, 2023Updated: 01:50 PM Jun 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাই বিমানবন্দরে নামলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেল আশেপাশের এলাকায়। যা নিয়ে তামিলনাড়ুতে তুঙ্গে রাজনৈতিক টানাপোড়েন।

Advertisement

বিজেপির অভিযোগ, অমিত শাহর মতো ভিআইপি, কেন্দ্রীয় মন্ত্রী শহরে, তা সত্ত্বেও ষড়যন্ত্র করে শহরে বিদ্যুৎ বিছিন্ন করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (Home Ministry) নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। এর তদন্ত হওয়া প্রয়োজন। বস্তুত, বিদ্যুৎ সংযোগ না থাকায় অন্ধকারেই অমিত শাহকে চেন্নাইয়ের দিকে রওনা দিতে হয়েছে। এমনকী বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎও করেছেন অন্ধকারেই। বিজেপির সাফ অভিযোগ, এর নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে।

[আরও পড়ুন: মানুষের মতোই আবেগ, অনুভূতি আছে পশুদেরও, মন্তব্য বম্বে হাই কোর্টের]

শাসক ডিএমকে (DMK) অবশ্য বলছে, এর মধ্যে কোনও ষড়যন্ত্র নেই। গরমে বিদ্যুতের চাহিদা চূড়ান্ত। পাওয়ার গ্রিডগুলোর উপর চাপ বৃদ্ধি পেয়েছে। সে কারণেই বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এই গরমে এই ধরনের ঘটনা মাঝেমাঝেই ঘটছে। রাজ্য সরকার সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টাও করছেন। কিন্তু এটা নিয়ে এভাবে রাজনীতি করা উচিত নয়। কিন্তু বিজেপি ডিএমকের এই তত্ত্ব মানতে নারাজ। এ প্রসঙ্গে বিজেপির (BJP) এক শীর্ষ নেতা বলছেন, “গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী তথা আমাদের দলের নেতা বিমানবন্দরে নামার সময় কী ভাবে বিদ্যুৎ চলে যেতে পারে? এর তদন্ত হওয়া উচিত।”

[আরও পড়ুন: বেঁধে দেওয়া হল ২৩টি নিত্যপ্রয়োজনীয় ওষুধের দাম, কবে থেকে স্বস্তি পাবেন গ্রাহকরা]

উল্লেখ্য, দক্ষিণের রাজ্যটিতে রবিবার বড়সড় কর্মসূচি রয়েছে শাহর। তবে তিনি তামিলনাড়ুতে (Tamil Nadu) পা রাখার আগেই তাঁকে তীব্র আক্রমণ করেন ডিএমকে সুপ্রিমো স্ট্যালিন। বলে দেন, ৯ বছরে বিজেপি কী করেছে, তার হিসাব দিতে হবে। তারপরই বিদ্যুৎ বিপর্যয়ে বিতর্ক আরও বাড়ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement