shono
Advertisement
Prashant Kishor

'চারশো পার' নিয়ে বড় ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের, কী বললেন পিকে?

Published By: Biswadip DeyPosted: 11:39 PM May 23, 2024Updated: 11:42 PM May 23, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও বাকি দুদফার ভোট। তার পর ৪ তারিখে গণনা। তবেই পরিষ্কার হয়ে যাবে কে শেষ হাসি হাসবে। সত্যিই কি এনডিএ 'চারশো পার' করতে পারবে? নাকি সব হিসেব উলটে দেবে ইন্ডিয়া জোট? এই পরিস্থিতিতে বৃহস্পতিবার মুখ খুললেন এমন একজন, যাঁর 'ভবিষ্যদ্বাণী'র অপেক্ষায় থাকেন অনেকেই। তিনি ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। জানিয়ে দিলেন, তিনি যা বলছেন তেমনই হবে। সেই সঙ্গেই তাঁর মত নিয়ে সংশয়াচ্ছন্নদের প্রতি কিশোরের পরামর্শ, ''৪ জুন হাতের কাছে অনেক জল মজুত রাখুন।'' অর্থাৎ তাঁদের প্রচুর জল খেয়েই হতাশা সামলাতে হবে, এমনই খোঁচা পিকের।

Advertisement

ঠিক কী লিখেছেন পিকে? নিজের এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, 'জল পান করা খুবই ভালো, মনের জন্যও, শরীরের আর্দ্রতা বজায় রাখার জন্যও। যাঁরা আমার নির্বাচনী মূল্যায়ন নিয়ে বিচলিত তাঁরা অবশ্যই ৪ জুন হাতের কাছে প্রচুর জল মজুত রাখুন। পুনশ্চ: মনে রাখুন ২ মে ২০২১ এবং পশ্চিমবঙ্গ।' অর্থাৎ আজ থেকে বছর তিনেক আগে বাংলার বিধানসভা নির্বাচনে যেভাবে নিজের মূল্যায়ন প্রায় অবিকল মিলিয়ে দিয়েছিলেন পিকে, সেকথাই তিনি নতুন করে স্মরণ করালেন।

[আরও পড়ুন: নেশার ঘোরে শাবল দিয়ে বৃদ্ধকে খুন! বনগাঁয় যুবককে বেঁধে মার গ্রামবাসীদের]

গত বুধবার সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রশান্ত কিশোর। তখনই তিনি এবারের নির্বাচনের (Lok Sabha Election 2024) ফলাফল নিয়ে বলেন, ''যখন থেকে মোদি দাবি করছেন, বিজেপি (BJP) ৩৭০ আসন এবং এনডিএ ৪০০ আসন পেরোবে, আমি পরিষ্কার বলেছি এটা সম্ভবই নয়। এই স্লোগান আসলে কর্মীদের উদ্দীপ্ত করার জন্য। বিজেপির পক্ষে ৩৭০ পাওয়া অসম্ভব। তবে এটাও নিশ্চিত ২৭০-এর কম আসন ওরা কখনওই পাবে না। আমার বিশ্বাস, গতবারের আসনসংখ্যাই থাকবে বিজেপির। অর্থাৎ ৩০৩, বড়জোর একটু বাড়তে পারে।''

কেন বিজেপির আসন বেশি বাড়বে না? অথচ তারা 'ম্যাজিক ফিগার' অনায়াসে পেরিয়ে যাবে? পিকের মতে, শাসক দল উত্তর ও পশ্চিমে কোনও বড় ধাক্কা খাবে না। একই ভাবে দক্ষিণ ও পূর্বেও তাদের আসন বাড়বে। দেশজুড়ে মোদির (PM Modi) বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই। কিন্তু সমাজের একটা অংশ তাঁর 'পারফরম্যান্স' নিয়ে বিরক্ত।

[আরও পড়ুন: রিজেন্ট পার্কের আবাসন থেকে বৃহন্নলার রক্তাক্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সত্যিই কি এনডিএ 'চারশো পার' করতে পারবে? নাকি সব হিসেব উলটে দেবে ইন্ডিয়া জোট?
  • এই নিয়ে জল্পনার মাঝেই মুখ খুললেন এমন একজন, যাঁর 'ভবিষ্যদ্বাণী'র অপেক্ষায় থাকেন অনেকেই।
  • ভোটকুশলী প্রশান্ত কিশোর জানিয়ে দিলেন, তিনি যা বলছেন তেমনই হবে।
Advertisement