সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার মাসের অন্তঃসত্ত্বা এক তরুণীকে ট্রেনে যৌন হেনস্তার অভিযোগ উঠল। আরও অভিযোগ, আত্মরক্ষার্থে চিৎকার করতে যেতেই তাঁকে ট্রেন থেকে ছুড়ে ফেলে দেয় দুই দুষ্কৃতী। এমনই ঘটনায় শোরগোল তামিলনাড়ুতে। এখনও অধরা অভিযুক্তরা।
ঠিক কী অভিযোগ? জানা যাচ্ছে, অন্ধ্রপ্রদেশের চিত্তোরে যাচ্ছিল ট্রেনটি। তিরুপাত্তুরের কাছে থাকার সময় নির্যাতিতা উঠে শৌচাগারে যাচ্ছিলেন। সেই সময়ই নাকি তাঁর পিছু নেয় দুই দুষ্কৃতী। তারপর তাঁকে যৌন হেনস্তা করতে থাকে তারা। বিপদ থেকে বাঁচতে মহিলা চিৎকার করে উঠতেই সটান তাঁকে ট্রেন থেকে ছুড়ে ফেলে দেওয়া হয়। পড়ে গিয়ে তরুণীর হাত ও পা ভেঙেছে। চোট লেগেছে মাথাতেও। তাঁকে ভেলোরের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এখনও অধরা দুই অভিযুক্ত। তবে সিসিটিভি ফুটেজ খতিয়েদেখে তাদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। ইতিমধ্যেই হেমরাজ নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এআইএডিএমকের সাধারণ সম্পাদক এডাপ্পাডি কে পালানিস্বামী এই ঘটনার তীব্র নিন্দা করে রাজ্যের ডিএমকে সরকারকে তোপ দেগে বলেছেন, ''তামিলনাড়ুতে মহিলাদের অসহায়তার চূড়ান্ত ছবি এটা। তাঁরা পথে চলতে পারেন না, স্কুল-কলেজ-কর্মক্ষেত্রে যেতে পারেন না এমনকী এখন দেখা যাচ্ছে ট্রেনে সফর করাও বিপজ্জনক হয়ে উঠেছে।''
