shono
Advertisement

Primary TET Scam: গ্রেপ্তার করতে পারবে না CBI, অপসারণেও স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টে বড় স্বস্তি মানিক ভট্টাচার্যের

আপাতত ইডির হেফাজতেই থাকতে হবে মানিক ভট্টাচার্যকে।
Posted: 03:06 PM Oct 18, 2022Updated: 04:42 PM Oct 18, 2022

সোমনাথ রায়, নয়াদিল্লি: নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) স্বস্তি পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। আপাতত তাঁকে গ্রেপ্তার করতে পারবে না সিবিআই। তবে তদন্ত চালিয়ে যেতে বাধা নেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে তাঁকে অপসারণের নির্দেশের উপরও স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তবে ইডির (Enforcement Directorate) গ্রেপ্তারি নিয়ে কোনও নির্দেশ দেয়নি শীর্ষ আদালত। ফলে আপাতত ইডির হেফাজতেই থাকতে হবে মানিক ভট্টাচার্যকে।

Advertisement

নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের (CBI) গ্রেপ্তারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। সেই মামলায় এদিন কার্যত রক্ষাকবচ পেলেন মানিক ভট্টাচার্য। সিবিআই তদন্ত চালিয়ে গেলেও মানিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কোন পথে তদন্ত চলছে, তদন্তের অগ্রগতি কত দূর, কোন পথে এগোতে চাইছে সিবিআই (CBI), ৪ সপ্তাহ পর সেই রিপোর্টে দিতে হবে সুপ্রিম কোর্টে। মামলার পরবর্তী শুনানির দিন অবশ্য এখনও ঠিক হয়নি।

[আরও পড়ুন: কারও চাকরি বাতিল নয়! প্রাথমিকে ২৬৯ জনের নিয়োগ বাতিলে অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের]

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হওয়ায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে মানিক ভট্টাচার্যকে অপসারণ করার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। নির্দেশ মেনে তাঁকে সরিয়ে দেওয়া হয়। সেই পদে আসেন গৌতম পাল। এই নির্দেশের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মানিক। এদিন সেই আবেদনের শুনানি চলাকালীন কলকাতা হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দেন দুই বিচারপতি। তাঁরা জানান, কোন যুক্তিতে মানিক ভট্টাচার্যকে সরানো হল, পালটা কী যুক্তি রয়েছে মানিকের আইনজীবীর, তা বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। অপসারণের নির্দেশে স্থগিতাদেশ দিলেও তাঁকে পুনর্বহালের নির্দেশ সুপ্রিম কোর্ট দেয়নি।

তবে এদিন শীর্ষ আদালত কলকাতা হাই কোর্টের রায়ের সমালোচনা করে। বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি বিক্রম নাথের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানান, মানিক ভট্টাচার্যকে পদ থেকে অপসারণের সিদ্ধান্ত কলকাতা হাই কোর্টের ঠিক ছিল না। 

ইডির গ্রেপ্তারি নিয়েও শীর্ষ আদালতে গিয়েছিলেন মানিক। তবে এনিয়ে শুনানি হলেও রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। ফলে আপাতত ইডি হেফাজতেই থাকতে হবে তাঁকে। আদালত সূত্রে খবর, ইডির গ্রেপ্তারি এড়াতে কোনও রক্ষাকবচ চাননি মানিক। বরং সিবিআই গ্রেপ্তারির বিরুদ্ধে রক্ষাকবচ চেয়েছিলেন। 

[আরও পড়ুন: কামড়ে শিশুর পাকস্থলী ছিঁড়ে ফেলল পথকুকুর! হাসপাতালে মৃত্যু নয়ডার একরত্তির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement