shono
Advertisement

Breaking News

স্বচ্ছতার অভিযান সফল করতে তারকাদের খোলা চিঠি মোদির

চিঠিতে কী লিখলেন প্রধানমন্ত্রী? The post স্বচ্ছতার অভিযান সফল করতে তারকাদের খোলা চিঠি মোদির appeared first on Sangbad Pratidin.
Posted: 03:56 PM Sep 19, 2017Updated: 10:26 PM Aug 20, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  কেন্দ্রে ক্ষমতায় আসার পর ‘স্বচ্ছ ভারত মিশন’ চালু করেছিলেন তিনি৷ দেখতে দেখতে সেই প্রকল্পের তিন বছর পূর্ণ হয়ে গেল৷ তৃতীয় বর্ষপূর্তিতে ‘স্বচ্ছ ভারত মিশন’ সফল করার আবেদন জানিয়ে দেশের সর্বক্ষেত্রে তারকাদের খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রীর আবেদন, স্বচ্ছতাই হল সেবা৷ তাই এই প্রকল্পকে সফল করতে সকলেরই সহযোগিতা ও সমর্থন একান্ত প্রয়োজন৷

Advertisement

[উত্তর কোরিয়াকে পরমাণু বোমা দিচ্ছে পাকিস্তান, বিস্ফোরক সুষমা]

২০১৪ সালে ২ অক্টোবর৷ নিজেই ঝাড়ু হাতে রাস্তায় নেমে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সারা দেশে সূচনা হয়েছিল ‘স্বচ্ছ ভারত মিশন’৷ এই প্রকল্পের শামিল হওয়ার জন্য শচীন তেণ্ডুলকর, প্রিয়াঙ্কা চোপড়া, সলমন খানদের মতো তারকাদের পাশাপাশি কংগ্রেস নেতা শশী থারুরকেও আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ নরেন্দ্র মোদির আবেদনে সাড়া দিয়ে রাস্তায় নেমে সাফাই অভিযানে চালিয়েছিলেন অমিতাভ বচ্চন, সলমন খান, অক্ষয় কুমারের মতো বলিউড তারকারা৷প্রধানমন্ত্রীর সেই স্বপ্নের প্রকল্পের তিন বছর পূর্ণ হল৷ এই উপলক্ষ্যে গত সপ্তাহে সারাদেশে ‘স্বচ্ছতা হি সেবা’ নামে এক প্রচারাভিযানের সূচনা করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ ১৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত এই প্রচারাভিযানে যোগ দেওয়ার জন্য রাজ্য সরকারগুলির কাছেও আবেদন জানিয়েছে কেন্দ্র৷ রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির মারফত চিঠি পৌঁছেছে নবান্নেও৷ যদিও কেন্দ্রের এই ‘স্বচ্ছতা হি সেবা’ প্রচারাভিযানে অংশ নেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই প্রেক্ষাপটে ‘স্বচ্ছতা হি সেবা’ প্রচারাভিযানকে সফল করতে ফের বিনোদন, খেলাধুলা-সহ দেশের বিভিন্ন ক্ষেত্রের তারকাদের ব্যক্তিগতভাবে চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং৷ চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘গান্ধীজী বিশ্বাস করতেন, স্বচ্ছতা এমন একটি বিষয়, সেটা প্রত্যেকের অভ্যাসে আনা উচিত৷ তিনি মনে করতেন, একজন মানুষের স্বচ্ছতার প্রতি দৃষ্টিভঙ্গি থেকেই বোঝা যায়, সমাজের প্রতি তাঁর চিন্তাভাবনা৷ তাই সকলে মিলে অংশ নিলেই স্বচ্ছতার মতো প্রকল্প বাস্তবায়িত করা সম্ভব৷’

[রোহিঙ্গাদের জন্য প্রার্থনা করে বিজেপি থেকে বহিষ্কৃত মুসলিম নেত্রী]

প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে স্বচ্ছ ভারত অভিযানে শামিল হতে রাজি হয়েছেন অভিনেত্রী  অনুষ্কা শর্মা৷  টুইটারে প্রধানমন্ত্রীর চিঠিটি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘ স্বচ্ছ ভারত মিশনের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি সম্মানিত৷’

 

[দাঙ্গায় ইন্ধন, অবশেষে হানিপ্রীতের বিরুদ্ধে এফআইআর দায়ের]

The post স্বচ্ছতার অভিযান সফল করতে তারকাদের খোলা চিঠি মোদির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement