সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমি দুর্নীতি কাণ্ডে ফের ইডি দপ্তরে রবার্ট বঢরা (Robert Vadra)। মঙ্গলবারের পর বুধবারও তাঁকে দেখা গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে হাজিরা দিতে। আর সেখানে প্রবেশ করার আগে স্ত্রী কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীকে আলিঙ্গন করতে দেখা গেল তাঁকে।

প্রসঙ্গত, গত ৮ এপ্রিল তাঁকে সমন পাঠানো হয়েছিল। কিন্তু সেবার তিনি তা এড়িয়ে যান। পরে ফের তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলে এবার ইডি দপ্তরে হাজিরা দেন তিনি। প্রায় পাঁচ ঘণ্টা (কোনও সংবাদমাধ্যমের দাবি তিন ঘণ্টা) তাঁকে জেরা করা হয়। মঙ্গলবারের পর ফের বুধবারও তাঁকে ডাকা হলে তিনি এদিনও ইডি দপ্তরে গিয়েছেন। উল্লেখ্য, গতকাল তিনি দপ্তর থেকে বেরনোর পর একটি রাজনৈতিক কার্টুন পোস্ট করেন। বিজেপির বিরুদ্ধে বিষোদ্গার করে তিনি তাঁকে ইডির সমন পাঠানোর প্রসঙ্গ উল্লেখ করে একে 'রাজনৈতিক প্রতিহিংসা' বলে খোঁচা দেন।
লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর জামাইবাবু রবার্ট। তাঁর সংস্থা স্কাইলাইট হসপিটালিটির বিরুদ্ধে জমি দুর্নীতির অভিযোগ রয়েছে। জানা যাচ্ছে, ৭.৫ কোটি টাকায় গুরগাঁওয়ের শিখহপুর গ্রামের তিন একর জমি কেনে ওই সংস্থা। এদিকে হরিয়ানার নগর পরিকল্পনা দপ্তর একটি চিঠি পাঠিয়ে বাণিজ্যিক কলোনি স্থাপনের জন্য ২০০৮ সালে ওই জমির ২.৭১ একরের লাইসেন্স দেয়। কিন্তু অভিযোগ, সেই জমি নিয়ে স্কাইলাইটের সঙ্গে ডিএলএফের একটি চুক্তি হয় জমিটি কেনার বিষয়ে। ৫৮ কোটি টাকায় রফা হয়। ২০১২ সালের সেই চুক্তি অনুসারে জমিটি বিক্রি হয়ে যায়। হরিয়ানা সরকারের থেকে কম দামে কিনে বিপুল মূল্যে সেটি বিক্রি করে বঢরার সংস্থা বিরাট লাভ করেছে, অভিযোগ এমনটাই।
৫৬ বছরের রবার্ট (Robert Vadra) একজন উদ্যোগপতি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় দেখা যায়, তিনি সাংসদ হতে চান। ভোটের আগে কংগ্রেসের টিকিট চেয়ে রীতিমতো দরবার করেছিলেন। কিন্তু দল তাঁকে প্রার্থী করেনি।