shono
Advertisement

কানাডায় ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে খলিস্তানপন্থীরা, আশঙ্কার কথা শোনাল বিদেশমন্ত্রক

ভারতকে রক্তাক্ত করার ষড়যন্ত্র করছে আইএসআই ও খলিস্তানিরা।
Posted: 04:54 PM Feb 03, 2022Updated: 04:54 PM Feb 03, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানাডায় (Canada) ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে খলিস্তানপন্থীরা। এমনটাই জানাল বিদেশমন্ত্রক। সে দেশে লাগাতার ভারতের বিরুদ্ধে কার্যকলাপ চালাচ্ছে শিখ বিচ্ছিন্নতাবাদীরা বলে বৃহস্পতিবার বক্তব্য পেশ করেন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ।

Advertisement

[আরও পড়ুন: ‘সবই কর্মফল’, কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোকে কটাক্ষ প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদের]

বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ বলেন, “কানাডায় ভারত বিরোধী কার্যকলাপ চালাচ্ছে খলিস্তানপন্থীরা। এই বিষয়ে আমরা সেদেশের সরকারের সঙ্গে আলোচনা করছি। নিজেদের উদ্বেগের কথা আমরা তাদের জানিয়েছি। দুই সরকারই মনে করে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে সার্বভৌমত্ব, একতা ও ভৌগলিক অখণ্ডতাকে সম্মান জানানো উচিত। কানাডায় থাকা ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে অত্যন্ত দৃঢ় সম্পর্ক রক্ষা করে চলে ভারত সরকার। ভারতের প্রতি তাদের গভীর আবেগের সম্পর্ক রয়েছে।”

গতবছরের গোড়ার দিকে জার্মানিতে পুলিশের জালে পড়ে খলিস্তানি জঙ্গি জসবিন্দর সিং মুলতানি। নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর সদস্য জসবিন্দরকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন যে ভারতকে রক্তাক্ত করার ষড়যন্ত্র করছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই ও খলিস্তানি জঙ্গিরা। পাকিস্তানের মদতে দেশের বাণিজ্যনগরী মুম্বই-সহ একাধিক জায়গায় নাশকতার ছক কষছিল লুধিয়ানা বিস্ফোরণে জড়িত ধৃত ওই জঙ্গি। তবে তার এই পরিকল্পনা ফাঁস হয়ে যায়। তদন্তের অগ্রগতি সঙ্গে জানা যায় যে ষড়যন্ত্রের শিকড় ছড়িয়ে রয়েছে কানাডা। এহেন পরিস্থিতিতে বিদেশমন্ত্রকের মন্তব্য নিরাপত্তামহলে সাড়া ফেলেছে।

উল্লেখ্য, ২০২০ সালে এক রিপোর্টে কেন্দ্রীয় গোয়েন্দারা জানিয়েছিলেন, ভারতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার জন্য ফৌজের (Indian Army) শিখ জওয়ানদের লাগাতার উসকানি দিচ্ছে খলিস্তানি সংগঠন SFJ-র প্রধান গুরপতওয়ান্ত সিং পান্নুন। এছাড়া, কাশ্মীরেও জঙ্গিদের মদত দিচ্ছে সংগঠনটি। পান্নুন-সহ ‘খলিস্তান টাইগার ফোর্স’-এর প্রধান হরদীপ সিং নিজ্জর ও ‘বব্বর খালসা ইন্টারন্যাশনাল’-এর প্রধান পরমজিৎ সিং ওরফে পম্মা-সহ ১৬ জন বিচ্ছিন্নতাবাদী নেতার নাম উল্লেখ করে NIA। তাৎপর্যপূর্ণভাবে, কৃষক আন্দোলনকে হাতিয়ার করে ভারতে অশান্তি ছড়ানোর চেষ্টায় ছিল খলিস্তানিরা।

[আরও পড়ুন: ‘চিন বিরোধী’ অবস্থানই চাবিকাঠি? টানাপোড়েন কাটিয়ে ফের কাছাকাছি ভারত-কানাডা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement