shono
Advertisement
Manipur

মণিপুরে বিক্ষোভ, রাজ্যপালকে স্মারকলিপি দিতে গিয়ে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ, জখম ৭ মহিলা

সরকারি বাস থেকে ‘মণিপুর’ মুছে ফেলা নিয়ে ঝামেলার সূত্রপাত।
Published By: Gopi Krishna SamantaPosted: 09:50 PM May 25, 2025Updated: 09:50 PM May 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি বাস থেকে ‘মণিপুর’ মান মুছে ফেলার অভিযোগে রাজ্যপালকে স্মারকলিপি দিতে গিয়ে জখম হলেন সাত মহিলা। জানা গিয়েছে, পুলিশি বাধার মুখে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকজন। এরপরই পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পুলিশের ছোঁড়া কাঁদানে গ্যাসের শেল ও রবার বুলেটের আঘাতে কয়েকজন বিক্ষোভকারীরা আহত হয়েছেন বলে জানা গিয়েছে। 

Advertisement

জানা গিয়েছে, গত ২০ মে মণিপুরের একটি সরকারি বাস থেকে ‘মণিপুর’ শব্দটি মুছে ফেলার অভিযোগে মণিপুর অখণ্ডতা সমন্বয়কারী কমিটি (COCOMI)-তরফে একটি মিছিলের ডাক দেওয়া হয়েছিল। এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়ার কথা ছিল কমিটির সদস্যদের। কিন্তু মিছিল রাজভবন চত্বরে পৌঁছতেই পুলিশ তাঁদের বাধা দেয় বলে অভিযোগ। এরপরই খণ্ডযুদ্ধ বেঁধে যায়।

ঘটনার সূত্রপাত গত ২০মে। ওই দিন একটি উদ্বোধনী অনুষ্ঠান যাচ্ছিলেন কয়েকজন সাংবাদিক। সকলেই একটি সরকারি বাসে করে অনুষ্ঠানস্থলে যাচ্ছিলেন। হঠাৎই নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন সাংবাদিকদের বাসটিকে যেতে বাধা দেয়। বাসে থাকা মণিপুর নামটি মুছে ফেলতে বলা হয়। এর প্রতিবাদে দ্য অল মণিপুর জার্নালিস্ট ইউনিয়ন ও এডিটর গিল্ড মণিপুরের তরফে রাজ্যপালের কাছে একটি চিঠি দেওয়া হয়। সরকারে তরফে দুই সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এরই মধ্যে বিক্ষোভ দেখাতে গিয়ে জখম হলেন সাত মহিলা বিক্ষোভকারী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সরকারি বাস থেকে ‘মণিপুর’ মান মুছে ফেলার অভিযোগে রাজ্যপালকে স্মারকলিপি দিতে গিয়ে জখম হলেন সাত মহিলা।
  • জানা গিয়েছে, পুলিশি বাধার মুখে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকজন।
  • পুলিশের ছোঁড়া কাঁদানে গ্যাসের শেল ও রবার বুলেটের আঘাতে কয়েকজন বিক্ষোভকারীরা। 
Advertisement