shono
Advertisement
Puri

রেস্তোরাঁয় মটনের নামে গোমাংস বিক্রি! ভিডিও ঘিরে ব্যাপক উত্তেজনা পুরীতে

অভিযোগ ওঠার পরই ওই রেস্তোরাঁ বন্ধ করে দিয়েছে প্রশাসন।
Published By: Amit Kumar DasPosted: 12:11 AM Mar 09, 2025Updated: 12:11 AM Mar 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাসির মাংসের নাম করে গোমাংস বিক্রি! গুরুতর এমনই অভিযোগ উঠল পুরীর এক জনপ্রিয় রেস্তোরাঁর বিরুদ্ধে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। তড়িঘড়ি কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। বন্ধ করে দেওয়া হয়েছে পুরীর সত্যবাড়ি অঞ্চলে অবস্থিত ওই রেস্তোরাঁটি।

Advertisement

এক ভিডিওকে কেন্দ্র করেই প্রকাশ্যে আসে এই ঘটনা। সম্প্রতি গোরক্ষক দল এক ব্যক্তিকে আটক করেছিল ভিডিওতে সেই ব্যক্তিই দাবি করেন জাতীয় সড়কের উপর অবস্থিত ওই রেস্তোরাঁতে খাসির মাংসের সঙ্গে গরুর মাংস মিশিয়ে খেতে দেওয়া হয়। ওই ব্যক্তির এমন দাবির ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়। সাক্ষীগোপাল থানার অধীনস্থ এই রেস্তোরাঁ অত্যন্ত জনপ্রিয় ছিল সুস্বাদু খাসির মাংসের জন্য। তাঁদের বিরুদ্ধে এমন অভিযোগ প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়ায়। দোকানের সামনে বিক্ষোভ দেখানো হয়।

এই ঘটনা প্রসঙ্গে পুরীর জেলাশাসক সিদ্ধার্থ শঙ্কর সোয়াইন জানান, "এই খবর প্রকাশ্যে আসতেই প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে দোকানটি। মানুষের ধর্মীয় ভাবাবেগ নিয়ে যদি কেউ খেলা করে থাকেন তবে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। গোটা ঘড়টনার তদন্ত চলছে।'' জানা যাচ্ছে, আদৌ ওই দোকানে গ্রাহকদের গোমাংস খাওয়ানো হত কিনা তা খতিয়ে দেখতে খাবারের নমুনা সংগ্রহ করে তা ভুবনেশ্বরের OUAT ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। পাশাপাশি এলাকার গরু পাচারকারীদের মদত দেওয়ার অভিযোগে সত্যবাদী থানার এক সাব ইনস্পেক্টরকে বদলি করে দেওয়া হয়েছে।

পাশাপাশি জেলাশাসক সিদ্ধার্থ শঙ্কর জানিয়েছেন, যদি সত্যি এমন গুরুতর অপরাধ করা হয়ে থাকে তবে কঠোর সাজা দেওয়া হবে অপরাধীদের। সুপরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হচ্ছিল কিনা সেটাও খতিয়ে দেখছে প্রশাসন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • খাসির মাংসের নাম করে গোমাংস বিক্রি!
  • গুরুতর এমনই অভিযোগ উঠল পুরীর এক জনপ্রিয় রেস্তোরাঁর বিরুদ্ধে।
  • এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।
Advertisement