সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলাস্কায় ইউক্রেন যুদ্ধ নিয়ে কী কথা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, ফোন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতি জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলা রুশ-ইউক্রেন সংঘাতে ভারতের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন মোদি। সোমবার টেলিফোনিক আলাপচারিতায় আলোচনার টেবিলে শান্তিপূর্ণ সমাধানের কথাও বলেছেন তিনি।
পুতিনের ফোন করার বিষয়টি নিজেই এক্স হ্যান্ডেলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। তিনি লিখেছেন, "আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ, আলাস্কায় রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের কথাবার্তা ফোনে ভাগ করে নেওয়ার জন্য। ভারত ধারাবাহিকভাবে ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে এবং এই বিষয়ে সকল প্রচেষ্টাকে সমর্থন করে। এই বিষয়ে আগামী দিনেও মত বিনিময় অব্যাহত থাকবে বলে আশা করি।" উল্লেখ্য, গত শনিবার আলাস্কায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর পুতিন বলেছিলেন, তিনি "ন্যায্য পদ্ধতিতে" ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শেষ করার উপায় নিয়ে আলোচনা করেছেন। আরও বলেন, বৈঠকটি "সময়োপযোগী" এবং "খুব কার্যকর" হয়েছে।
পুতিন বৈঠক 'কার্যকর' হয়েছে বলে দাবি করলেও আদতে ট্রাম্পের সঙ্গে তিন ঘণ্টার বৈঠকে কোনও সমাধান সূত্র মেলেনি। এর মধ্য়েই এবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ভলোদিমির জেলেনস্কি। কিন্তু সেই সাক্ষাতের আগেই ইউক্রেনীয় প্রেসিডেন্টকে বড়সড় দুঃসংবাদ দিয়েছেন ট্রাম্প। সাফ জানিয়ে দিয়েছেন, রুশ অধিকৃত ক্রাইমিয়া ফিরে পাওয়ার কথা জেলেনস্কি যেন না ভাবেন। একইসঙ্গে ন্যাটোর সদস্যপদ পাওয়ার স্বপ্নও ভুলে যেতে বলেছেন ট্রাম্প।
