shono
Advertisement

জ্বালানি জ্বালা মেটাতে পথে রাহুল, ‘বনধের বন্ধক’জনতা    

শান্তিপূর্ণভাবে বনধের কথা বলা হলেও, অনেক জায়গাতেই হিংসার ঘটনা ঘটেছে৷ The post জ্বালানি জ্বালা মেটাতে পথে রাহুল, ‘বনধের বন্ধক’ জনতা     appeared first on Sangbad Pratidin.
Posted: 10:06 AM Sep 10, 2018Updated: 10:06 AM Sep 10, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহের শুরুতেই কংগ্রেস ও বামেদের ডাকা বনধে নাজেহাল দেশবাসী৷ পশ্চিমবঙ্গে তেমন প্রভাব না পড়লেও, গুজরাট, কর্ণাটক, বিহার-সহ একাধিক রাজ্যে বিস্তর প্রভাব পড়েছে৷ রাস্তায় টায়ার পুড়িয়ে ও ট্রেন থামিয়ে স্বাভাবিক জনজীবন ব্যাহত করছে বনধ সমর্থকরা৷ আটকে দেওয়া হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেনও৷ অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে জায়গায়-জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী৷

Advertisement

এদিকে, সকাল ৮.৩০ নাগাদ রাজঘাট পৌঁছে যান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ সেখান থেকে তাঁর নেতৃত্বে মিছিল পৌঁছবে রামলীলা ময়দানে৷ কংগ্রেস সভাপতির সঙ্গে রয়েছেন অশোক গেহলট, রণদীপ সিং সুরজেওয়ালা, অভিষেক মনু সিংভি-সহ একাধিক শীর্ষ নেতারা৷ এদিকে শান্তিপূর্ণভাবে বনধের কথা বলা হলেও, অনেক জায়গাতেই হিংসার ঘটনা ঘটেছে৷ এদিন পাটনার রাজেন্দ্রনগর স্টেশনে ট্রেন অবরোধ করে কংগ্রেস সমর্থকরা৷ ফলে আটকে পড়ে একাধিক ট্রেন৷ চূড়ান্ত হয়রানির শিকার হন যাত্রীরা৷ কর্ণাটকে একাধিক জায়গায় হিংসার আশঙ্কায় বাস পরিষেবা বন্ধ রাখা হয়েছে৷ গুজরাটের ভারুচে রাস্তায় টায়ার জ্বালিয়ে যান চলাচল থামিয়ে দেয় বনধ সমর্থকরা৷ মধ্যপ্রদেশে একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ পুলিশের সঙ্গে বনধ সমর্থকদের বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেলেও কোনও হতাহতের খবর নেই৷

লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোপণ্য-সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম৷ এই প্রতিবাদে সোমবার ভারত বনধের ডাক দেয় কংগ্রেস৷ বনধে সমর্থন জানিয়েছে বামেরাও৷ নীতিগত সমর্থন থাকলেও বনধে নেই তৃণমূল কংগ্রেসের৷ তবে জনজীবন স্তব্ধ করে পেট্রল বা ডিজেলের দাম কতটা কমবে তা নিয়ে প্রশ্ন থাকছেই৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, পেট্রোপণ্যের দাম অনেকটাই আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে৷ এছাড়াও পূর্ববর্তী সরকারের ভরতুকি নীতির ফলে ইরানের কাছে প্রচুর ঋণ রয়েছে ভারতের৷ কেন্দ্রের মোদি সরকারেরও কিছু নীতিগত ভুল সিদ্ধান্ত রয়েছে৷ ফলে কোষাগার থেকে জ্বালানি জ্বালা মেটাতে গেলে তার প্রভাব হবে সাময়িক৷ একইভাবে গণতান্ত্রিক অধিকারের নামে সাধারণ মানুষকে ‘বনধের বন্ধক’ বানিয়ে জ্বালানি জ্বরের চিকিৎসা সম্ভব নয়৷   

                                   [ফিরল দুঃস্বপ্নের রাত! আততায়ীর হানায় রক্তাক্ত প্যারিস]                                                                          

The post জ্বালানি জ্বালা মেটাতে পথে রাহুল, ‘বনধের বন্ধক’ জনতা     appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার