সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেনার মানহানি মামলায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে জামিন দিল লখনউ আদালত। ভারত জোড়ো যাত্রার সময় ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে মানহানিকর মন্তব্য করার অভিযোগ ছিল রাজীবপুত্রের বিরুদ্ধে। এবার ওই ঘটনায় অভিযুক্ত রাহুলের মঙ্গলবার জামিন হল লখনউয়ের এমপি-এমএলএ বিশেষ ম্যাজিস্ট্রেট আদালতে। ২০ হাজার টাকার ব্যক্তিগত জামিনে রাহুলের জামিন মঞ্জুর করা হয়েছে।
১৩ আগস্ট মামলার পরবর্তী শুনানি। এদিন রাহুলের পক্ষ থেকে সওয়াল করা হয়েছে, যে তিনি কোনও অপরাধ করেননি। তবে পাল্টা দাবিতে বলা হয়েছে, কংগ্রেস সাংসদ ভারতীয় সেনার মর্যাদা ও সম্মান নষ্ট করেছেন। তার জন্য বাহিনীর মনোবল নষ্ট হয়েছে।
প্রসঙ্গত, ভারত জোড়ো যাত্রার সময় ২০২২ সালে রাজস্থানে সাংবাদিক বৈঠকে রাহুল বলেছিলেন, "লোকেরা ভারত জোড়ো যাত্রা নিয়ে প্রশ্ন করবে, অশোক গেহলট, শচীন পাইলটকে নিয়ে প্রশ্ন করবে। চিন ভারতের ২ হাজার বর্গকিমি এলাকা দখল করেছে, ২০ জন ভারতীয় সেনাকে মেরেছে এবং অরুণাচল প্রদেশে আমাদের সেনাকে মারধর করেছে, এই নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম প্রশ্ন করবে না। গোটা দেশ দেখছে। এরকম ভাবার কারণ নেই যে, মানুষ কিছু জানে না।"
ভারতীয় সেনা সম্পর্কে মন্তব্যের জন্য এলাহাবাদ হাই কোর্টের ভর্ৎসনার মুখে পড়েছিলেন রাহুল। বাকস্বাধীনতা মানে ভারতীয় সেনাকে অপমান নয়, রাহুলের উদ্দেশে এমনটাও মন্তব্য করেছিল হাই কোর্ট। কিন্তু এই আদালতে হওয়া মানহানির মামলা এবং আদালতের জারি করা সমন চ্যালেঞ্জ করা হলে এলাহাবাদ হাই কোর্ট মে মাসে তা খারিজ করে। কথা বলা বা অভিমত প্রকাশের স্বাধীনতা থাকলেও ভারতীয় সেনার মানহানি করে মন্তব্য করা যায় না বলেও উল্লেখ করেছিল আদালত।
