shono
Advertisement
Rahul Gandhi

'পার্থক্য ছিল, আছে, থাকবে', ইন্দিরা প্রসঙ্গ টেনে ট্রাম্পে 'নত' মোদিকে কটাক্ষ রাহুলের

'স্বাধীনতার সময় থেকেই আত্মসমর্পণের চিঠি লেখার অভ্যাস ওদের', কটাক্ষ রাহুলের।
Published By: Amit Kumar DasPosted: 04:13 PM Jan 07, 2026Updated: 04:13 PM Jan 07, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্দিরা প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। ভারতের প্রধানমন্ত্রী প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বয়ানের পর, মোদিকে 'চাপের মুখে আত্মসমর্পণকারী' নেতা বলে কটাক্ষ করলেন তিনি। একইসঙ্গে ১৯৭১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অতীত মনে করিয়ে বললেন, 'পার্থক্য ছিল, পার্থক্য আছে এবং থাকবে।'

Advertisement

বুধবার এক্স হ্যান্ডেলে নিজের একটি ভিডিও শেয়ার করেছেন রাহুল গান্ধী। কোনও এক জনসভায় দেওয়া ভাষণে রাহুলকে বলতে শোনা যাচ্ছে, 'বিজেপি আরএসএসকে আমি ভালোই চিনি। ধাক্কা খেলেই এরা ভয়ে পালিয়ে যায়। ওদিকে ট্রাম্প ফোন তুলে বলে, নরেন্দ্র আত্মসমর্পণ করো। জি হুজুর বলে তৎক্ষণাৎ আত্মসমর্পণ করেন উনি।' একইসঙ্গে ১৯৭১ সালে ইন্দিরা গান্ধীর জমানায় ভারত-পাক যুদ্ধ প্রসঙ্গে বলেন, '৭১-এর যুদ্ধে আমেরিকা যুদ্ধজাহাজ পাঠিয়েছিল, কিন্তু ইন্দিরা দমে যাননি। বরং বলেছিলেন, আমার যা করার তাই করব। ফলে পার্থক্য ছিল, পার্থক্য আছে এবং থাকবে।'

এর সঙ্গেই কংগ্রেসের সঙ্গে বিজেপির মতাদর্শগত পার্থক্য তুলে ধরে রাহুলের কটাক্ষ, 'আসলে ওদের চরিত্র এটাই। স্বাধীনতার সময় থেকেই আত্মসমর্পণের চিঠি লেখার অভ্যাস এদের। কিন্তু কংগ্রেস কখনও আত্মসমর্পণ করেনি। গান্ধীজি, জওহরলাল নেহরু, বল্লভ প্যাটেল এনারা সর্বদা মহাশক্তির বিরুদ্ধে লড়াই করে এসেছেন।'

উল্লেখ্য, রাহুলের এই বার্তা আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বয়ানের উপর ভিত্তি করে। যেখানে ট্রাম্প বলেন, 'প্রধানমন্ত্রী মোদি একবার আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। দরজার বাইরে দাঁড়িয়ে তিনি বলেন, স্যর আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি। উত্তরে আমি হ্যাঁ বলেছিলাম।' পাশাপাশি শুল্ক ইস্যুতে ট্রাম্পকে বলতে শোনা যায়, “প্রধানমন্ত্রী মোদি খুব ভালো মানুষ। তিনি জানতেন আমি খুশি নই। আমাকে খুশি করা গুরুত্বপূর্ণ। ওরা বাণিজ্য করে। এবং আমরা খুব দ্রুত ওদের উপর শুল্ক বাড়াতে পারি।” মার্কিন চাপে রাশিয়ার থেকে তেল ক্রয় কমিয়ে দেওয়ার কথাও উল্লেখ করেছেন ট্রাম্প। মার্কিন চাপের কাছে বারবার মাথা নত করা এহেন নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইন্দিরা প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর।
  • ট্রাম্পের সাম্প্রতিক বয়ানের পর, মোদিকে 'চাপের মুখে আত্মসমর্পণকারী' নেতা বলে কটাক্ষ রাহুলের।
  • ১৯৭১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অতীত মনে করিয়ে বললেন, 'পার্থক্য ছিল, পার্থক্য আছে এবং থাকবে।'
Advertisement