সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুঁজিবাদ এবং পরিচালনায় অব্যবস্থা। দেশের ব্যাঙ্কিং ব্যবস্থার সংকটের জন্য মোদি সরকারের ভ্রান্ত নীতিকে দায়ী করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের ব্যবসায়ী বন্ধুদের প্রায় ১৬ লক্ষ কোটির ঋণ মকুব করেছেন। দেশের ব্যাঙ্কিং ব্যবস্থার সংকটের জন্য সেটাও দায়ী।

শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ডের বাড়বাড়ন্ত। ব্যাঙ্কে বিনিয়োগের অনীহা দেশের ব্যাঙ্কিং ব্যবস্থাকে সংকটের মুখে দাঁড় করিয়েছে। যার ফলে ব্যায় সংকোচ এবং গ্রাহকদের সুযোগ সুবিধায় কাটছাঁট করতে চলেছে বহু ব্যাঙ্ক। এমনকী ব্যয় সংকোচের লক্ষ্যে বহু বেসরকারি ব্যাঙ্ক প্রচুর কর্মী ছাঁটাইও করেছে। শুক্রবার বিরোধী দলনেতা আইসিআইসিআই ব্যাঙ্কের কর্মীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে দেখা করেন। রাহুল তাঁদের আশ্বস্ত করেছেন, ওই জুনিয়র ব্যাঙ্ক কর্মীদের পাশে দাঁড়াবে কংগ্রেস।
ব্যাঙ্ক কর্মীদের সঙ্গে সাক্ষাতের পর রাহুল সোশাল মিডিয়ায় লিখলেন, "বিজেপি সরকার শিল্পপতি বন্ধুদের ১৬ লক্ষ কোটি টাকার ঋণ মকুব করেছে। পুঁজিবাদ এবং ধারাবাহিক অব্যবস্থা আজ ব্যাঙ্কিং সেক্টরকে সংকটের মুখে ফেলে দিয়েছে। এই বোঝাটা বইতে হচ্ছে সাধারণ ব্যাঙ্ক কর্মীদের। যারা কঠিন পরিস্থিতি কাজ করেছেন।" বিরোধী দলনেতার বক্তব্য, "বিজেপি সরকারের ভ্রান্ত আর্থিক নীতির বলি হচ্ছে সাধারণ মানুষ। দেশের হাজার হাজার ব্যাঙ্ক কর্মীর কাছে এটা উদ্বেগের, চিন্তার।"
রাহুলের সঙ্গে শুক্রবার দেখা করেন আইসিআইসিআই ব্যাঙ্কের কর্মীদের একটি প্রতিনিধিদল। কাজের ক্ষেত্রে হয়রানি, অহেতুক ট্রান্সফার, এবং বেতন সমস্যার কথা তাঁরা জানিয়েছেন বিরোধী দলনেতাকে। রাহুল জানিয়েছেন, ব্যাঙ্কিং ব্যবস্থার সংকটের কথা তিনি সংসদে জানাবেন।