shono
Advertisement
Rahul Gandhi

'ট্রাম্প বললেন, নরেন্দ্র সারেন্ডার, জি হুজুর বলে মেনে নিলেন মোদি', বেনজির কটাক্ষ রাহুলের

রাহুলের দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এগিয়ে থেকেও একপ্রকার আত্মসমর্পণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Published By: Subhajit MandalPosted: 08:46 PM Jun 03, 2025Updated: 08:46 PM Jun 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক যুদ্ধবিরতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বেনজির কটাক্ষ করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুরুর দিকে অপারেশন সিঁদুর ইস্যুতে কেন্দ্রের পাশে থাকলেও ভারত-পাক সংঘর্ষবিরতির পর থেকেই সুর বদলেছেন রাহুল। এর আগে তিনি প্রশ্ন তুলেছিলেন, এই অপারেশনে কটা যুদ্ধজাহাজ হারিয়েছে ভারত? এবার সরাসরি প্রধানমন্ত্রীকে জড়িয়ে 'আত্মসমর্পণে'র তত্ত্ব আনলেন রাহুল। বিজেপি প্রশ্ন তুলছে, অপারেশন সিঁদুরের সাফল্যে পাকিস্তান যখন থরহরি কম্পমান, তখন বিরোধী দলনেতার মতো পদে থেকে এত দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেন কী করে!

Advertisement

রাহুলের দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এগিয়ে থেকেও একপ্রকার আত্মসমর্পণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধী দলনেতার বক্তব্য, "একটু চাপ পড়লেই ভয়ে পালায় বিজেপি-আরএসএস সদস্যরা। ওদিক থেকে ট্রাম্প ফোন করে বললেন, মোদিজি এসব কী করছেন! নরেন্দ্র সারেন্ডার করুন। আর মোদিজি জি হুজুর করে ট্রাম্পের ইশারা মেনে কাজ করলেন। আসলে স্বাধীনতার আগে থেকেই আত্মসমর্পণ করাটা এদের স্বভাব।" এরপর ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ মনে করিয়ে রাহুল বলেন, "১৯৭১-এ কোনও ফোন আসেনি। মার্কিন অস্ত্র এসেছিল, রণতরী এসেছিল। তারপরও ইন্দিরা গান্ধী লড়াই চালিয়ে যান। কংগ্রেস আত্মসমর্পণ করার মতো দল নয়। সুপার পাওয়ারের বিরুদ্ধে লড়াই করার মতো দল।"

বস্তুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাগাতার দাবি করে আসছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি তিনিই করিয়েছেন। দুই দেশকে বাণিজ্য বন্ধের হুমকি দেওয়ায় কাজ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের বিদেশমন্ত্রক অবশ্য সেই দাবি খারিজ করেছে। তবে যুদ্ধবিরতির আলোচনায় যে আমেরিকাও ভূমিকা নিয়েছে সেটা অস্বীকার করেনি নয়াদিল্লি। রাহুল গান্ধী অবশ্য মার্কিন প্রেসিডেন্টের লাগাতার করে যাওয়া দাবিকেই গুরুত্ব দিচ্ছেন। ট্রাম্পের দাবিকে সত্যি ধরে নিয়েই মোদিকে বেনজির তোপ দাগলেন বিরোধী দলনেতা।

বিজেপিও আক্রমণ করতে ছাড়েনি। বিজেপির এক মুখপাত্র বললেন, "মনে হচ্ছে রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা নন। উনি আইএসআইয়ের সদস্য। পাকিস্তানের ভাষায় কথা বলছেন।" বিজেপির অভিযোগ, রাহুল যেভাবে রাজনীতির স্বার্থে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন, সেই বক্তব্য আন্তর্জাতিক মহলে ভারতের বিরুদ্ধেও ব্যবহার করতে পারে ভারত বিরোধীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারত-পাক যুদ্ধবিরতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বেনজির কটাক্ষ করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
  • শুরুর দিকে অপারেশন সিঁদুর ইস্যুতে কেন্দ্রের পাশে থাকলেও ভারত-পাক সংঘর্ষবিরতির পর থেকেই সুর বদলেছেন রাহুল।
  • বিজেপি প্রশ্ন তুলছে, অপারেশন সিঁদুরের সাফল্যে পাকিস্তান যখন থরহরি কম্পমান, তখন বিরোধী দলনেতার মতো পদে থেকে এত দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেন কী করে।
Advertisement