সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটক ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক তরজা। আজ বিজেপির তরফে আক্রমণ হয়, তো পরেরদিনই কংগ্রেসই তা খারিজ করে ফালাফালা করে পালটা আক্রমণে। এই ঘটনা চলছেই। এবার সরাসারি বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে নরেন্দ্র মোদিকে বিঁধলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
[ মহিলা যাত্রীর সামনেই হস্তমৈথুন, চাকরি খোয়াল উবের চালক ]
বেঙ্গালুরু নিয়ে মোদি যে মন্তব্য করেছিলেন তার তীব্র প্রতিবাদ করেছিলেন রাহুল। এবার বেশ কিছু নেতা ও প্রার্থীদের বিরুদ্ধে সরাসরি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ আনলেন তিনি। টুইট করে রাহুল বলেছেন, মোদি অনেক কথা বলেন। কিন্তু তাঁর কথায় ও কাজে কোনও মিল নেই। এরপরই তিনি বেশ কয়েকজন বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন। ‘রেড্ডি ব্রাদার্স গ্যাং’ নামে তিনি তাঁদের অভিহিত করেছেন। রাহুলের দাবি, এই আটজনের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ আছে। মোদি কি পাঁচ মিনিট এঁদের সম্পর্কে কথা বলবেন? তাঁর বিস্ময়, কী করে দুর্নীতির অভিযোগ থাকা কোনও ব্যক্তিকে মোদি কর্ণাটকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রার্থী করেছেন? অবৈধ কয়লা খাদানের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বেশ কয়েকজন নেতার নাম করেই বিঁধেছেন রাহুল।
Dear Modi ji,
You talk a lot. Problem is, your actions don’t match your words. Here’s a primer on your candidate selection in Karnataka.
It plays like an episode of “Karnataka’s Most Wanted”. #AnswerMaadiModi pic.twitter.com/G97AjBQUgO
— Rahul Gandhi (@RahulGandhi) May 5, 2018
অন্যদিকে এসব অভিযোগকে উড়িয়েই দিয়েছেন মোদি নিজে। অভিযোগ নিয়ে সরাসরি তিনি কিছু বলেননি। তবে জানিয়েছেন, বেশ কয়েকটি রাজ্যে কংগ্রেস হেরে গিয়েছে। আগে ওই রাজ্যগুলিতেই ক্ষমতায় ছিল। হারতে হারতে এখন মরিয়া হয়ে চাইছে কর্ণাটকে ক্ষমতায় আসতে। তাঁর টিপ্পনি, কংগ্রেস দলটার কাছে একটা পরিবারই সব। আর তাঁর কাছে ১২৩ কোটি মানুষ মিলে একটা পরিবার। প্রধানমন্ত্রীর অভিযোগ, তাঁর বিরোধিতা করাই কংগ্রেসের এখন একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। যে কোনও ইস্যুতে মোদি বিরোধিতা করতে পারলেই যে কংগ্রেস বাঁচে তা বলেই অভিযোগের মুখ ঘুরিয়ে দিয়েছেন মোদি।
[ শিক্ষকদের জন্য অনলাইন কোর্স চালু করছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক ]
The post দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের সম্পর্কে মোদির মুখে কথা নেই কেন, প্রশ্ন রাহুলের appeared first on Sangbad Pratidin.
