সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অক্ষয় কুমার-পরেশ রাওয়াল অভিনীত ‘ওহ মাই গড’ ছবির কথা মনে আছে? ছবিতে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য দেবদেবীদের থেকে ক্ষতিপূরণ চেয়ে নোটিস পাঠানো হয়েছিল। সেই ছবি নিয়ে আলোচনা কম হয়নি। এবার বাস্তবেও ঘটল প্রায় একই ঘটনা। বজরংবলীর বিরুদ্ধে উঠল রেলের জমি জবরদখল করে রাখার অভিযোগ।
ব্যতিক্রমী ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মোরেনা জেলার সবলগড় শহরের। গত ৮ ফেব্রুয়ারি রেল বিভাগের তরফে স্থানীয় বজরংবলী মন্দিরে একটি নোটিস পাঠানো হয়। ওই নোটিসে উল্লেখ করা হয়েছে, শেওপুর-গোয়ালিয়র ব্রড-গেজ লাইনের জন্য বরাদ্দ জায়গায় অবৈধভাবে রেলের জমি জবরদখল করে মন্দিরটি তৈরি করা হয়েছে। মাত্র সাতদিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তার মধ্যে রেলের জমি ছেড়ে দিতে হবে। যদি জবরদখল করা জমি ছেড়ে দেওয়া না হয়, তবে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিসে উল্লেখ করে রেলবিভাগ।
[আরও পড়ুন: পরকীয়ায় মেতে মা! বেনজিরভাবে বাবাকে শিশুকন্যার দায়িত্ব দিল কর্ণাটক হাই কোর্ট]
আশ্চর্যজনকভাবে রেলের তরফে পাঠানো নোটিসটি বজরংবলীর (Bajrang Bali) বিগ্রহের গায়ে লাগিয়ে দেওয়া হয়। স্বাভাবিকভাবে এই নোটিস সকলের নজরে আসে। তা নিয়ে সর্বত্র শুরু হয় জোর আলোচনা। কেন বজরংবলীকে নোটিস পাঠানো হল, সেই প্রশ্ন তুলতে শুরু করেন ভক্তরা। হাজারও বিতর্কের মাঝে নোটিস প্রত্যাহার করে রেল। এরপর ভুল সংশোধন করে গত ১০ ফেব্রুয়ারি মন্দিরের পুরোহিত হরিশংকর শর্মাকে নোটিস পাঠানো হয়। মন্দির কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার।