shono
Advertisement
Bhajan Lal Sharma

'মোদিজিই আমার প্রিয় অভিনেতা', মুখ ফসকে বললেন রাজস্থানের মুখ্যমন্ত্রী, 'সত্যিটা মানলেন', কটাক্ষ কংগ্রেসের

রাজস্থানের মুখ্যমন্ত্রী নিজের এই মন্তব্যে কোনও সাফাই দেননি।
Published By: Subhajit MandalPosted: 08:03 PM Mar 11, 2025Updated: 08:03 PM Mar 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রশাসক বা নেতা নন, নরেন্দ্র মোদি আসলে অভিনেতা। দীর্ঘদিন ধরে কটাক্ষ করে আসছে বিরোধী শিবির। এবার মোদিকে অভিনেতা বলে ফেললেন তাঁরই দলের এক মুখ্যমন্ত্রী। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা সম্ভবত মুখ ফসকেই বলে দিলেন, "মোদিজি আমার সবচেয়ে প্রিয় অভিনেতা।" হাত শিবিরের দাবি, এতদিন ধরে এ কথাই তো আমরা বলে আসছি।

Advertisement

জয়পুরে এবার ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অর্থাৎ আইফার পুরস্কার বিতরণীর আসর বসেছে। রবিবার সেই অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। সেখানে এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, 'আপনার প্রিয় অভিনেতা কে?', তৎক্ষণাৎ ভজনলাল শর্মা বলে দিলেন, "নরেন্দ্র মোদিজি।' ওই সাক্ষাৎকারের ওই অংশটি সোশাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

বিরোধীরাও মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে হাতিয়ার করে আসরে নেমে গিয়েছেন। কংগ্রেসের রাজ্য সভাপতি গোবিন্দ সিং ডোটাসরা বলছেন, "মোদিজি যে কোনও নেতা নন অভিনেতা, সেটা তো আমরা অনেক দিন আগে থেকেই বলে আসছি।" কংগ্রেস মুখপাত্র পবন খেরা আবার বলছেন, "ভজনলালজি আপনি ঠিকই বলেছেন। তবে এখন মাঝে মাঝে একটু ওভার অ্যাক্টিং করে ফেলছেন মোদিজি।" আপও রসিকতা করেছে ভজনলালের মন্তব্য নিয়ে। আপের সরকারি এক্স হ্যান্ডেল থেকে বলা হল, 'মোদিজিই যে সর্বকালের সেরা অভিনেতা, অন্য কেউ কার ধারে কাছে আসেন না, সেটা তাঁর দলের মুখ্যমন্ত্রীও বলে দিয়েছেন।'

তাৎপর্যপূর্ণ বিষয় হল রাজস্থানের মুখ্যমন্ত্রী নিজের এই মন্তব্যে কোনও সাফাই দেননি। বা বিজেপির তরফে অন্য কোনও ভিডিও-ও প্রকাশ করা হয়নি। তবে বিজেপির এক মুখপাত্র দাবি করেছেন, "ভজনলাল শর্মা প্রধানমন্ত্রীকে অভিনেতা বলতে চাননি। তিনি বলতে চেয়েছেন হিরো।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রশাসক বা নেতা নন, নরেন্দ্র মোদি আসলে অভিনেতা।
  • দীর্ঘদিন ধরে কটাক্ষ করে আসছে বিরোধী শিবির।
  • এবার মোদিকে অভিনেতা বলে ফেললেন তাঁরই দলের এক মুখ্যমন্ত্রী।
Advertisement