shono
Advertisement

রাস্তাঘাটে অনবরত নজরদারি, বেয়াড়া যুবককে বেধড়ক মার কিশোরীর

কত ধানে কত চাল, হাড়ে হাড়ে টের পাচ্ছে অভিযুক্ত।
Posted: 01:34 PM Jul 17, 2018Updated: 02:04 PM Jul 17, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেমন কুকুর তেমন মুগুর! প্রচলিত কথাটিকে যেন সত্যি করে তুললেন রাজস্থানের এক কিশোরী। পথেঘাটে অনবরত তার দিকে নজর রাখছিল একটি ছেলে। ভুলভাল কথাও রটাচ্ছিল তার নামে। কিন্তু কিশোরীর ক্ষমতা কতখানি তা আঁচ করতে পারেনি বীরপুঙ্গব। সুযোগ বুঝে হাতে লাঠি তুলে নিয়ে বেয়াড়া ছেলেকে বেধড়ক পেটাল ওই কিশোরী।

Advertisement

[  স্নান করছেন বন্ধুর মা, বাথরুমে উঁকি দিয়ে কী হাল হল যুবকের? ]

পরনে হাফ প্যান্ট, টি-শার্ট। পায়ে বুট। হাতে লাঠি। একেবারে রণমূর্তি। কিশোরীর মারমুখী মেজাজের সামনে একেবারে থ ওই যুবক। লাঠি হাতে তখন এলোপাথিড়ি মারছে সে। বোঝাই যাচ্ছে, বেশ রাগেই এই কাণ্ড ঘটাচ্ছে। তবে রাগ হওয়া কিছু অস্বাভাবিক নয়। কিশোরীর অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই তার উপর নজর রাখছিল ওই ছেলেটি। সে যেখানেই যায়, সেখানেই ঘুরঘুর করে ছেলেটি। হয়তো প্রেম নিবেদন বা অন্য কোনও উদ্দেশ্য ছিল। কিন্তু কোনওদিকেই সুবিধে করতে না পেরে অন্য খেলা শুরু করে। রটিয়ে দেয় যে, ওই কিশোরী অন্য এক যুবকের সঙ্গে প্রেম করছে। ডেটিং চলছে তাদের। নিজের নামে এই রটনা কানে আসামাত্রই তেলেবেগুনে জ্বলে ওঠে ওই কিশোরী। তারপরই সুযোগ বুঝে একদিন হাতে লাঠি তুলে নেয়। পথে ফাঁকায় ছেলেটিকে দেখতে পেয়েই শুরু হয় মার। কিশোরীর মারের সামনে রীতিমতো অসহায় তখন ছেলেটি। কী করবে ভেবেও উঠতে পারছে না, মার ঠেকাতেও পারছে না। এদিকে রাস্তাঘাটের লোকেরাও এ দৃশ্য দেখে হতভম্ব হয়ে গিয়েছেন। কেউ কেউ সাইকেল থামিয়ে দাঁড়িয়ে দেখছেন। পরে অবশ্য অনেকে এগিয়ে এসে কিশোরীর হাত থেকে রক্ষা করে ছেলেটিকে। উত্তেজিত কিশোরী জানাচ্ছে, ওরা ভেবেছে মেয়েরা দুর্বল। তাই সব মেয়েদের তরফে এটা আমার বার্তা।

[  সোনিয়া বিদেশি বলেই প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নন রাহুল, তোপ বিএসপি-র ]

মেয়েদের উপর নজর রাখা বা স্টকিংয়ের ঘটনা কখনও সখনও বিপজ্জনক পরিণতি পায়। সিনেমাতে এ জিনিস যতই রোম্যান্টিক মনে হোক না কেন, বাস্তবে কিন্তু বেশ মারাত্মক। এর আগে দিল্লিতে এক স্টকার প্রেমে প্রত্যাখাত হয়ে প্রেমিকাকেই কুপিয়ে খুন করেছিল। প্রকাশ্য রাস্তায় বারংবার ছুরি চালিয়েছিল। এরকম ঘটনা দেশের বিভিন্ন প্রান্তেই ঘটেছে। তাই নিজের স্টকারকে নিজে আগেভাগেই শায়েস্তা করল এই কিশোরী। কিশোরীকে বদনাম করার চেষ্টা হলে যে পরিণতি এমনটাই হবে, তা সম্ভবত হাড়ে হাড়েই বুঝতে পেরেছে ছেলেটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement