shono
Advertisement
Rajasthan

রাজস্থানে বিষাক্ত গ্যাস লিকে মৃত্যু অ্যাসিড কারখানার মালিকের, আশঙ্কাজনক ৪০

Published By: Kishore GhoshPosted: 12:00 PM Apr 01, 2025Updated: 12:36 PM Apr 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানে বিষাক্ত গ্যাস লিক করে মৃত্যু হল অ্যাসিড কারখানার মালিকের। এই ঘটনায় আশঙ্কাজনক ৪০ জনকে দ্রুত হাসপাতালে ভর্তি করেছে স্থানীয় প্রশাসন। সে রাজ্যের বেওয়ারে অ্যাসিড কারখানার গুদামে দাঁড় করানো ছিল একটি ট্যাঙ্কার। সেটি থেকেই নাইট্রোজেন গ্যাস লিক করে বিপত্তি ঘটে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেওয়ার থানা এলাকার বিদায়ায় 'সুনীল ট্রেডিং কোম্পানি'র গুদামে সোমবার রাত ১০টা নাগাদ দুর্ঘটনা ঘটে। আচমকা ট্যাঙ্কার লিক করে বাতাসে বিষাক্ত গ্যাস মেশা শুরু হয়। এর ফলে ওই এলাকার একাধিক পোষ্য ও পথকুকুরদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও মৃত্যু হয়েছে সুনীল সিঙ্ঘল নামে এক ব্যক্তির। তিনি ওই কারখানার মালিক। দীর্ঘক্ষণ বিষাক্ত গ্যাস নিয়ন্ত্রণের চেষ্টা করেন তিনি। এর ফলেই অসুস্থ হয়ে পড়েন। আজমেরে একটি হাসপাতালে ভর্তি করা হলেও তাঁকে বাঁচানো যায়নি।

স্থানীয় বাসিন্দারা দরজা-জানলা বন্ধ করেও রক্ষা পাননি ভয়ংকর গ্যাসের থেকে। শুরু হয় শ্বাসকষ্ট আর চোখ জ্বালা। দ্রুত এলাকার ৬০ জন মানুষ অসুস্থ হয়ে পড়েন। তাদের বেওয়ারের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে ভর্তি করা হয়। গুরুতর অসুস্থ ৪০ জন এখনও চিকিৎসাধীন। ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসেন জেলাশাসক, পুলিশকর্তা এবং দমকল বাহিনী।

প্রশাসন দ্রুত গোটা এলাকা ফাঁকা করে দেয়। রাত ১১টা নাগাদ গ্যাস নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। যদিও সাধারণ মানুষের মধ্যে এখনও গ্যাস লিক নিয়ে আতঙ্ক রয়েছে। জেলা প্রশাসক ড. মহেন্দ্র খাড়গাওয়াত জানান, আপাতত অ্যাসিড কারাখানাটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। এফআইআর দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মালিকপক্ষের গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্থানীয় বাসিন্দারা দরজা-জানলা বন্ধ করেও রক্ষা পাননি গ্যাসের থেকে।
  • এলাকার একাধিক পোষ্য ও পথকুকুরদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
Advertisement