shono
Advertisement
Ram Navami 2025

রামনবমীর ধুম বলিউডে! গান রিলিজ থেকে রিল পোস্ট, উৎসবের মেজাজে অক্ষয়-সানি-শ্রেয়া ঘোষালরা

রামনবমীতে মুক্তি পেল সানি দেওল অভিনীত 'জাট' ছবির নতুন গান।
Published By: Manasi NathPosted: 03:23 PM Apr 06, 2025Updated: 04:05 PM Apr 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার গোটা দেশ মেতে উঠেছে রামনবমী (Ram Navami 2025) পালনে। বাদ যায়নি বলিউডও। উৎসবের আমেজে গা ভাসিয়েছেন বলি সেলেবরা। সানি দেওল থেকে অক্ষয় কুমার,অনিল কাপুর- তাবড় বলি তারকারা মেতেছেন উৎসবে। সোশাল মিডিয়া পেজে রামনবমী উপলক্ষে অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা।

Advertisement

 

রামনবমীতে সবচেয়ে বড় চমক দিয়েছেন বলি অভিনেতা সানি দেওল। উৎসবের আবহে এদিন নিজের আগামী ছবি 'জাট'-এর নতুন গান রিলিজ করেছেন অভিনেতা। 'ও রাম শ্রীরাম' গানটি নিজের সোশাল মিডিয়া পেজে শেয়ার করে অভিনেতা রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন। ছবিটি আগামী ১০ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাবে। বিশেষজ্ঞরা মনে করছেন, দর্শকদের আগ্রহ ধরে রাখতেই রামনবমীতে ছবির গান মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।

 

পিছিয়ে নেই অক্ষয় কুমারও। রামনবমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা। 'কেশরী ২'-এর প্রচারের ফাঁকেই এবার রামনবমীতে মেতে উঠেছেন অভিনেতা।


রিল শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন অনিল কাপুরও।

আরেক অভিনেতা জ্যাকি শ্রফ  রামনবমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য, গতবছর রামমন্দির উদ্বোধনে হাজির ছিলেন অভিনেতা। সেই স্মৃতি সোশাল মিডিয়া পেজে ভাগও করে নিয়েছিলেন অভিনেতা। 

গায়িকা শ্রেয়া ঘোষাল রামনবমী উপলক্ষ্যে সারেগামা রেকর্ডের জন্য নিজের গাওয়া রামভজন শুনিয়ে শ্রোতাদের শুভেচ্ছা জানিয়েছেন গায়িকা। পাশাপাশি আগামী ৮ এপ্রিল নিজের গাওয়া  হনুমান চালিশার রকর্ড মুক্তির সুখবর সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন শ্রেয়া।

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবিবার গোটা দেশ মেতে উঠেছে রামনবমী পালনে।
  • বাদ যায়নি বলিউডও।
  • উৎসবের আমেজে গা ভাসিয়েছেন বলি সেলেবরা।
Advertisement