সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান (Pakistan) একা যদি সন্ত্রাস দমন করতে না পারে, তাহলে ভারত সাহায্য করবে। একটি সাক্ষাৎকারে এই কথা বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। সেই সঙ্গে পড়শি দেশকে সতর্কবার্তা দিয়ে বলেছেন, পাকিস্তান যদি সন্ত্রাসকে কাজে লাগিয়ে ভারতের শান্তি নষ্ট করতে চায় তাহলে উপযুক্ত ফল পাবে।
সংবাদসংস্থা এএনআইকে দেওয়া রাজনাথের একটি সাক্ষাৎকারের কয়েকটি দৃশ্য প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। সেখানেই নানা প্রসঙ্গে কথা বলেছেন প্রতিরক্ষামন্ত্রী। ১৯৭৫ সালের জরুরি অবস্থা থেকে পাকিস্তানের সন্ত্রাস, সব বিষয়েই কথা বলেছেন তিনি। ওই সাক্ষাৎকারেই পাকিস্তানকে সন্ত্রাস দমন নিয়ে কড়া বার্তা দেন রাজনাথ।
[আরও পড়ুন: তামিলনাড়ুতে প্রধানমন্ত্রীর হাতিয়ার পরিবারতন্ত্র, স্ট্যালিন বললেন, ‘আপনি দুর্নীতির বিশ্ববিদ্যালয়ের আচার্য’]
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই জঙ্গিদের আশ্রয়স্থল হিসাবেই পরিচিত হয়ে উঠছে পাকিস্তান। পাক ভূখণ্ডকে কাজে লাগিয়ে ভারতে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার ঘটনাও নতুন নয়। আন্তর্জাতিক চাপের মুখে বারবার সন্ত্রাস দমনের বার্তা দিলেও আদতে পাকিস্তানের ছবিটা একই থাকে। এবার পাকিস্তানকে সন্ত্রাস দমন নিয়ে কড়া বার্তা দিলেন রাজনাথ। সাফ জানিয়ে দিলেন, পাকিস্তান যদি সন্ত্রাসকে কাজে লাগিয়ে ভারতের ক্ষতি করতে চায় তাহলে উপযুক্ত ফল পাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।
কেবল হুঁশিয়ারি নয়, প্রতিবেশী দেশের জন্য সাহায্যের বার্তাও দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। তাঁর কথায়, "জঙ্গি দমন করতে হবে। পাকিস্তান যদি মনে করে, তারা একা এই কাজ করতে পারবে না, তাহলে প্রতিবেশী তো আছেই। দরকার পড়লে ভারতের সাহায্য নিতেই পারে পাকিস্তান। সন্ত্রাস থামাতে পাকিস্তানকে সাহায্য করতে ভারত প্রস্তুত।" কেবল পাকিস্তান নয়, এই সাক্ষাৎকারে চিনা আগ্রাসন নিয়েও মুখ খুলেছেন প্রতিরক্ষামন্ত্রী।