সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলের রাজধানী তিরুঅনন্তপুরম পুরনিগমের ভোটে ঐতিহাসিক জয় পেয়েছে বিজেপি। পাঁচ দশকের বাম শাসনের অবসান ঘটিয়ে ওই পুরনিগমে সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে উঠে এসেছে বিজেপি। এই ঘটনাকে 'যুগান্তকারী' বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ধন্যবাদ জানালেন তিরুঅনন্তপুরমের বাসিন্দা এবং দলীয় কর্মীদের।
এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন, 'ধন্যবাদ, তিরুঅনন্তপুরম!' দলীয় কর্মীদের অভিনন্দন জানিয়ে লিখেছেন, "তিরুঅনন্তপুরম পুরনিগমের ভোটে বেজেপি-এনডিএ-র পক্ষে ফলাফল কেরলের রাজনৈতিক ইতিহাসে যুগান্তকারী ঘটনা।" মোদির দাবি, মানুষ বুঝতে পেরেছে গেরুয়া জোটের একমাত্র উদ্দেশ্য হল উন্নয়ন। তিনি লিখেছেন, "আমাদের দল শহরের উন্নয়ন এবং মানুষের জীবনে স্বাচ্ছন্দ আনতে কাজ করবে।"
উল্লেখ্য, দীর্ঘ ৪৫ বছর পর কেরলের রাজধানী তিরুঅনন্তপুরমের পুরনিগমের ভোটে হারের মুখ দেখতে হয়েছে সিপিএমকে। ১০১টি ওয়ার্ডে মধ্যে ৫০টিতে জিতে সংখ্যাগরিষ্ঠতায় দোরগোড়ায় পৌঁছে গিয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। সিপিএমের জোট এলডিএফ ২৯ এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ১৯টিতে জয়ী হয়েছে। নির্দলেরা ২টিতে। ফলে বিজেপির ক্ষমতা দখল কার্যত সময়ের অপেক্ষা।
