সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই সন্তানের মা মহিলার সঙ্গে পরকীয়া প্রেম যুবকের! নিভৃতে সময় কাটাতে পাঞ্জাবের একটি হোটেল উঠেছিলেন তাঁরা। সেখানে যুগলে বচসায় জড়িয়ে চরম কাণ্ড ঘটালেন। অভিযোগ, ধারাল অস্ত্র দিয়ে প্রেমিকের যৌনাঙ্গে আঘাত করেন মহিলা। রক্তাক্ত যুবকের পালটা মারে মৃত্যু হয়েছে ওই মহিলার। খুনে অভিযুক্ত গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী নিয়ে বচসা?
পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে চণ্ডীগড়ের একটি হোটেলে ঘর ভাড়া নিয়েছিলেন যুগল। সেখানে ঘনিষ্ঠ অবস্থায় প্রেমিক অমিত নিশাদকে বিয়ের প্রস্তাব দেন মহিলা। এই নিয়ে এক সময় তুমুল বচসা শুরু হয়। অভিযোগ, উত্তেজিত মহিলা ধারাল কিছু দিয়ে অমিতের যৌনাঙ্গে আঘাত করেন। গুরুতর আহত হন যুবক। ওই অবস্থায় প্রেমিকাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন তিনি। এরপর হোটেল ছেড়ে পালিয়ে যান।
লুধিয়ানার ডিসিপি রূপিন্দর সিং জানিয়েছেন, হোটেল ঘর থেকে মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের মামলা চলছিল মহিলা। এর মধ্যেই অমিত নিশাদের সঙ্গে প্রেমের সঙ্গে জড়ান তিনি। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও যৌনাঙ্গ গুরুতর আঘাত লাগায় চিকিৎসার জন্য তাঁকে চণ্ডীগড়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তী তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।
