সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশব্যাপী মাওবাদী বিরুদ্ধে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে ৯২ কোটি টাকা। এই ঘটনা মাওবাদীদের অর্থের জোগান ব্যাপক ধাক্কা খেয়েছে। শুধু তাই নয়, কোমর ভেঙে গিয়েছে শহুরে নকশালদের। শনিবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে কেন্দ্রের মোদি সরকার।
২০২৬ সালের মার্চ মাসের মধ্যে দেশ থেকে মাওবাদীদের পুরোপুরি নিশ্চিহ্ন করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে মোদি সরকার। সেই লক্ষ্যে জোরকদমে শুরু হয়েছে অভিযান। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, হয় আত্মসমর্পণ, নয় মৃত্যু দুটোর একটা বেছে নিতে হবে মাওবাদীদের। দুটোই জারি রয়েছে সমানতালে। এর পাশাপাশি চলছে মাওবাদীদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার কাজ। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, মাও-মুক্ত ভারতের লক্ষ্য বাস্তবায়িত করতে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র একটি পৃথক দল গঠন করা হয়েছে। এই দল সম্প্রতি ৪০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এছাড়া বিভিন্ন রাজ্যের সরকার ৪০ কোটি ও ইডি প্রায় ১২ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে মাও-যোগের অভিযোগে।
বিবৃতিতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই অভিযানের জেরে শহুরে মাওবাদীদের মনোবল পুরোপুরি ভেঙে গিয়েছে। মাওবাদী অধ্যুষিত জেলার সংখ্যা অনেক কমে গিয়েছে। তথ্য তুলে ধরে কেন্দ্র জানিয়েছে, ২০১৪ সালে যেখানে মাওবাদী অধ্যুষিত জেলার সংখ্যা ছিল ৩৬টি সেটাই বর্তমানে কমে দাঁড়িয়েছে মাত্র ৩টিতে। রিপোর্টে আরও বলা হয়েছে, এখনও পর্যন্ত নিরাপত্তাবাহিনীর অভিযানে মৃত্যু হয়েছে ৩১৭ জন মাওবাদীর। এই তালিকায় রয়েছেন মাও কেন্দ্রীয় কমিটির ৫ শীর্ষ নেতা। গ্রেপ্তার হয়েছে ৮৬২ জন। এছাড়া চলতি বছরে এখনও পর্যন্ত ১৯৭৩ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। লাগাতার অভিযানের জেরে মাওবাদীদের মধ্যে আত্মসমর্পণের ঘটনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে।
