shono
Advertisement
Pahalgam Attack

'সন্ত্রাসে মদত দিচ্ছে পাকিস্তান', মার্কিন প্রতিরক্ষা সচিবের সঙ্গে আলোচনায় স্পষ্ট বার্তা রাজনাথের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহেই মার্কিন প্রতিরক্ষা সচিবের সঙ্গে আলোচনায় বসলেন রাজনাথ সিং।
Published By: Anwesha AdhikaryPosted: 07:22 PM May 01, 2025Updated: 07:22 PM May 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহেই মার্কিন প্রতিরক্ষা সচিবের সঙ্গে আলোচনায় বসলেন রাজনাথ সিং। দু'জনের আলোচনার খবর প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রীর দপ্তর। সেখানে জানানো হয়, সন্ত্রাসের বিরুদ্ধে ভারত সরকার যে লড়াই করছে তার পাশে থাকার বার্তা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। অন্যদিকে, পাকিস্তান দীর্ঘদিন ধরে সন্ত্রাসে মদত দিচ্ছে সেই বিষয়টি হেগসেথের কাছে তুলে ধরেন রাজনাথ।

Advertisement

বৃহস্পতিবার বিকেলে রাজনাথের দপ্তর থেকে এক্স হ্যান্ডেলে দীর্ঘ একটি পোস্ট করা হয়। সেখানে বলা হয়, 'মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ আজ কথা বলেছেন রক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে। পহেলগাঁও জঙ্গি হামলায় গভীর সমবেদনা প্রকাশ করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব। তিনি আরও জানিয়েছেন, ভারতের পাশে রয়েছে আমেরিকা। নিজেকে রক্ষা করার অধিকার রয়েছে ভারতের, এই কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেছেন, মার্কিন সরকার সবসময় সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ভারতের পাশে রয়েছে।'

আলোচনার সময়ে রাজনাথ হেগসেথকে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সন্ত্রাসে মদত দিচ্ছে পাকিস্তান। এছাড়াও সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে প্রশিক্ষণ দেওয়া, আর্থিক সাহায্য করার অভিযোগ রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। জঙ্গিদের এমন জঘন্য হামলার প্রতিবাদে গোটা বিশ্বের একজোট হওয়া উচিত বলেই জানান প্রতিরক্ষা মন্ত্রী।

উল্লেখ্য, যুদ্ধকালীন পরিস্থিতিতে বুধবার গভীর রাতে বিদেশমন্ত্রী এস জয়শংকর ও পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ফোন করেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় নিহতদের প্রতি শোকপ্রকাশ করেছেন তিনি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতকে সব রকম সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন বিদেশসচিব। পাশাপাশি তিনি দক্ষিণ এশিয়ায় এই উত্তেজনামূলক পরিস্থিতি ঠিক করতে এবং শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পাকিস্তানের সঙ্গে আলোচনার কাজ করার জন্য ভারতকে উৎসাহিতও করেছেন। তারপরেই মার্কিন প্রতিরক্ষা সচিবের সঙ্গে আলোচনায় বসলেন রাজনাথ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৃহস্পতিবার বিকেলে রাজনাথের দপ্তর থেকে এক্স হ্যান্ডেলে দীর্ঘ একটি পোস্ট করা হয়।
  • আলোচনার সময়ে রাজনাথ হেগসেথকে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সন্ত্রাসে মদত দিচ্ছে পাকিস্তান।
  • যুদ্ধকালীন পরিস্থিতিতে বুধবার গভীর রাতে বিদেশমন্ত্রী এস জয়শংকর ও পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ফোন করেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও।
Advertisement