shono
Advertisement
Rajnath Singh

'ওরা ধর্ম দেখে মেরেছে, আমরা কর্ম দেখে মেরেছি', শ্রীনগরে সেনাঘাঁটিতে দাঁড়িয়ে হুঙ্কার রাজনাথের

পাশাপাশি, জওয়ানদের উদ্দেশ্যে তিনি বলেন, "জঙ্গিদের প্রতি আপনাদের কঠোর মনোভাব প্রশংসার যোগ্য।
Published By: Team DevelopmentPosted: 02:17 PM May 15, 2025Updated: 02:47 PM May 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওরা ধর্ম দেখে মেরেছে কিন্তু আমরা কর্ম দেখে মেরেছি। শ্রীনগরে সেনাঘাঁটিতে দাঁড়িয়ে হুঙ্কার দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। পাশাপাশি, জওয়ানদের উদ্দেশ্যে তিনি বলেন, "জঙ্গিদের প্রতি আপনাদের কঠোর মনোভাব প্রশংসার যোগ্য। অপারেশন সিঁদুরে (Operation Sindoor) আপনারা যা করেছেন, তাতে গোটা দেশ গর্বিত।"

Advertisement

অপারেশন সিঁদুরের পর বৃহস্পতিবার সকালে প্রথমবার জম্মু ও কাশ্মীরে পা রাখেন রাজনাথ। উপস্থিত ছিলেন রাজ্যের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সেনাবাহিনীর প্রস্তুতি এদিন খতিয়ে দেখেন রাজনাথ। অপারেশন সিঁদুরের সফল্যের জন্য অভিনন্দন জানান জওয়ানদেরও। ভারত-পাকিস্তান সংঘাতের আবহে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের মাটিতে বেশ কয়েকটি শেল ছোড়ে পাক সেনা। বৃহস্পতিবার সেই জায়গাগুলি ঘুরে দেখেন রাজনাথ।

সেনাবাহিনীর সঙ্গে কথা বলতে গিয়ে প্রথমেই তিনি বলেন, "সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বীর জওয়ানদের আত্মত্যাগকে আমি শ্রদ্ধা জানাই। পহেলগাঁওয়ে নিহত সাধারণ নাগরিকদের প্রতিও আমি শ্রদ্ধাজ্ঞাপন করি।" রাজনাথ বলেন, "অপারেশন সিঁদুর একটা অঙ্কীকার। ওরা ধর্ম দেখে মেরেছে কিন্তু আমরা কর্ম দেখে মেরেছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এটি ভারতের সবচেয়ে বড় অভিযান। সন্ত্রাসবাদকে নির্মূল করতে আমরা যে কোনও সীমা পর্যন্ত যাব। পাকিস্তানকে অবিলম্বে জঙ্গিদের আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে।"

উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্র ভারতীয়কে হত্যা করে লস্করের সঙ্গী সংগঠন টিআরএফের পাঁচ জঙ্গি। পালটা ৭ মে ভোর-রাতে পঁচিশ মিনিটের অপারেশন চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পিওকে-র নয়টি জঙ্গিঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। তাতেই তছনছ হয়ে গিয়েছে পাকিস্তানের একাধিক বায়ু সেনাঘাঁটি। ভেঙে পড়েছে শত্রুপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেম। ভারতীয় সেনার অভিযানে নিহত হয়েছেন ১০০ জনের বেশি জঙ্গি, ৩৫-৪০ পাক সেনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ওরা ধর্ম দেখে মেরেছে কিন্তু আমরা কর্ম দেখে মেরেছি। শ্রীনগরে সেনাঘাঁটিতে দাঁড়িয়ে হুঙ্কার দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
  • পাশাপাশি, জওয়ানদের উদ্দেশ্যে তিনি বলেন, "জঙ্গিদের প্রতি আপনাদের কঠোর মনোভাব প্রশংসার যোগ্য।
Advertisement