shono
Advertisement
Rajnath Singh

গোটা বিশ্বের বিপদ ডাকবে 'দুর্বৃত্ত' পাকিস্তানের আণবিক অস্ত্র, আন্তর্জাতিক নজরদারি চান রাজনাথ

ভারতের সঙ্গে সংঘাতের আবহে একাধিকবার পারমাণবিক হামলার হুমকি দিয়েছিল পাকিস্তান।
Published By: Anwesha AdhikaryPosted: 01:58 PM May 15, 2025Updated: 02:33 PM May 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের মতো দেশের হাতে পারমাণবিক অস্ত্র থাকা কি আদৌ নিরাপদ? শ্রীনগরে দাঁড়িয়ে এই প্রশ্ন তুললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। তাঁর মতে, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির উচিত পাকিস্তানের পারমাণবিক অস্ত্রভাণ্ডারের দিকে কড়া নজর রাখা। উল্লেখ্য, ভারতের সঙ্গে সংঘাতের আবহে একাধিকবার পারমাণবিক হামলার হুমকি দিয়েছিল পাকিস্তান।

Advertisement

অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর বৃহস্পতিবার সকালে প্রথমবার জম্মু ও কাশ্মীরে পা রাখেন রাজনাথ। উপস্থিত ছিলেন রাজ্যের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সেনাবাহিনীর প্রস্তুতি এদিন খতিয়ে দেখেন রাজনাথ। অপারেশন সিঁদুরের সফল্যের জন্য অভিনন্দন জানান জওয়ানদেরও। ভারত-পাকিস্তান সংঘাতের আবহে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের মাটিতে বেশ কয়েকটি শেল ছোড়ে পাক সেনা। বৃহস্পতিবার সেই জায়গাগুলি ঘুরে দেখেন রাজনাথ।

জওয়ানদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, "আজ শ্রীনগরের মাটিতে দাঁড়িয়ে গোটা বিশ্বের কাছে একটা প্রশ্ন করতে চাই। দায়িত্বজ্ঞানহীন এবং দুর্বৃত্ত মানসিকতাসম্পন্ন কোনও দেশের হাতে পারমাণবিক অস্ত্র থাকাটা কি আদৌ নিরাপদ? আমার মনে হয় IAEA (ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি)র উচিত পাকিস্তানের সমস্ত পারমাণবিক অস্ত্রের উপর নজর রাখা।" উল্লেখ্য, দিনকয়েক আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেছিলেন যে পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের হুমকি আর মোটেও মেনে নেবে না ভারত।

প্রসঙ্গত, ভারত-পাক সংঘাতের আবহে পাক মন্ত্রী হানিফ আব্বাসি সাফ বলেছিলেন, পাকিস্তানের ১৩০টি পরমাণু অস্ত্র ভারতের দিকে তাক করা আছে। গোপন ডেরায় সেগুলি বসানো রয়েছে। এবং যখন তখন আঘাত হানতে পারে। এছাড়াও রাশিয়ায় নিযুক্ত পাক রাষ্ট্রদূত মহম্মদ খালিদ জামিল বলেন, ভারত যদি পাকিস্তানে হামলা চালায় তাহলে পাকিস্তানও সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে। প্রয়োজনে পরমাণু হামলাও চালাবে। পড়শি দেশের লাগাতার হামলার মধ্যেই এবার আন্তর্জাতিক নজরদারির দাবি জানালেন রাজনাথ (Rajnath Singh)। উল্লেখ্য, পাক সেনাবাহিনী ভেঙে পড়লে পারমাণবিক অস্ত্রের অপব্যবহার হওয়া খুবই স্বাভাবিক। তাতে ক্ষতিগ্রস্ত হতে পারে গোটা দুনিয়া। তাই রাজনাথের দাবি, পরমাণু ভাণ্ডারের উপর নজরদারি চালানো সংস্থা বিশেষ করে সতর্ক হোক পাকিস্তানকে নিয়ে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অপারেশন সিঁদুরের পর বৃহস্পতিবার সকালে প্রথমবার জম্মু ও কাশ্মীরে পা রাখেন রাজনাথ।
  • দিনকয়েক আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেছিলেন যে পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের হুমকি আর মোটেও মেনে নেবে না ভারত।
  • পাক সেনাবাহিনী ভেঙে পড়লে পারমাণবিক অস্ত্রের অপব্যবহার হওয়া খুবই স্বাভাবিক।
Advertisement