shono
Advertisement

Breaking News

পেমেন্ট ব্যাঙ্ক খুলছে Paytm, মিলল রিজার্ভ ব্যাঙ্কের ছাড়পত্র

কী এই পেমেন্ট ব্যাঙ্ক? The post পেমেন্ট ব্যাঙ্ক খুলছে Paytm, মিলল রিজার্ভ ব্যাঙ্কের ছাড়পত্র appeared first on Sangbad Pratidin.
Posted: 03:32 PM Jan 04, 2017Updated: 10:02 AM Jan 04, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান৷ গ্রাহকদের আরও উন্নত মানের পরিষেবা দিতে প্রস্তুত Paytm৷ অর্থাৎ ক্যাশলেস লেনদেনের পথে দেশবাসীকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর এই ই-ওয়ালেট কোম্পানি৷

Advertisement

কীভাবে? বেসরকারি সংস্থাটির কর্ণধার বিজয় শেখর শর্মা জানিয়ে দিলেন, Paytm পেমেন্ট ব্যাঙ্ক খোলার বিষয়ে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) থেকে সবুজ সঙ্কেত পেয়েছে তারা৷ আর তাই শীঘ্রই চালু হতে চলেছে Paytm-এর ব্যাঙ্কিং পরিষেবা৷ ২০১৫-তে পেমেন্ট ব্যাঙ্ক খোলার অনুমতি পেয়েও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি Paytm৷ তবে এবার তেমনটা করবে না সংস্থা৷ গত নভেম্বর রাজস্থানে পেমেন্ট ব্যাঙ্ক খুলেছিল এয়ারটেল৷ সেটিই দেশের প্রথম পেমেন্ট ব্যাঙ্ক৷ এবার Paytm পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে অনায়াসেই ক্যাশলেস লেনদেন করতে পারবেন সাধারণ মানুষ৷

কী এই পেমেন্ট ব্যাঙ্ক? প্রি-পেড ওয়ালেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে যোগসূত্র স্থাপন করে এই ধরনের ব্যাঙ্ক৷ অর্থাৎ অ্যাকাউন্ট থেকে অর্থ ই-ওয়ালেটে রেখে দৈনন্দিন জীবনে অনায়াসে ক্যাশলেস লেনদেন করা যায়৷ তার জন্য বারবার ক্রেডিট বা ডেবিট কার্ডের ব্যবহারেরও প্রয়োজন হয় না৷ ওয়ালেটই ব্যাঙ্কের কাজ করে৷ এই ই-ওয়ালেটে ১ লক্ষ টাকা পর্যন্ত রাখা যেতে পারে৷ যার উপর গ্রাহক সুদও পাবেন৷ ঠিক যেমনভাবে ব্যাঙ্কগুলি দিয়ে থাকে৷ সংস্থার কর্ণধার বলেন, “ব্যাঙ্কিং পরিষেবায় নতুন মডেল তুলে ধরাই আমাদের লক্ষ্য৷ উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে গ্রাহকদের নগদহীন লেনদেন ভালভাবে সাহায্য করতে তৈরি আমরা৷”

The post পেমেন্ট ব্যাঙ্ক খুলছে Paytm, মিলল রিজার্ভ ব্যাঙ্কের ছাড়পত্র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement