shono
Advertisement

‘যোগীকে সঙ্গে নিয়েই তাজমহল ভাঙতে যাব’, বিতর্কিত মন্তব্য মুসলিম নেতার

কেন এমন মন্তব্য আজমের? The post ‘যোগীকে সঙ্গে নিয়েই তাজমহল ভাঙতে যাব’, বিতর্কিত মন্তব্য মুসলিম নেতার appeared first on Sangbad Pratidin.
Posted: 08:56 AM Jun 29, 2018Updated: 07:58 PM Aug 21, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সামনে তাজমহল বিতর্ক৷ আবার এল তাজমহল ভাঙার প্রসঙ্গ৷ তবে এবার কোনও হিন্দু নেতা নয়, তাজমহল ভাঙার প্রসঙ্গ টানলেন খোদ আজম খানই৷ তাঁর বক্তব্য, তিনি যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে তাজমহল ভাঙতে যাবেন৷

Advertisement

[  রাজধানীতে গাছ কাটা আপ-বিজেপির ‘পাগলামি’, টুইটে খোঁচা রাহুল গান্ধীর ]

কেন এরকম বক্তব্য আজম খানের৷ এর আগে বিজেপি কিংবা হিন্দু মহসভার নেতাদের মুখেই তাজমহল বিরোধী কথাবার্তা শোনা গিয়েছে৷ কখনও দাবি উঠেছে তাজমহল আসলে শিব মন্দির৷ তাই এটি হিন্দুদের সম্পত্তি৷ মুসলিম সম্রাটদের আগ্রাসনের জেরেই আজ সেখানে তাজমহল গড়ে উঠেছে৷ মাঝেমধ্যে তাজমহল ভাঙারও রব উঠেছে৷ দিনকয়েক আগেই তাজমহেলর একটি গেটের সামনে ভাঙচুর চালানো হয়েছিল৷ কিন্তু এসবই উগ্র হিন্দুত্ববাদী কাজের তকমা পাচ্ছিল৷ মুসলিম নেতারা এ ধরনের কাজের বিরোধিতাই করছিলেন৷ কিন্তু ব্যতিক্রম আজম খান৷ আবার রসিকও বটে৷ তিনি বলেন, খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁকে বলেছেন যে, তাজমহল নাকি আসলে শিবমন্দির৷ তাই যদি হয়, তবে শিবমন্দির ফিরে আসুক শিবমন্দির হয়েই৷ তার জন্য ভাঙতে হবে তাজমহলকে৷ তাঁর বক্তব্য, তিনি একজন উদার মুসলিম৷ সুতরাং কারও ধর্মবোধে আঘাত করতে চান না৷ তাই যোগী যদি তাজমহল ভাঙতে যান তবে তিনিও সঙ্গে যাবেন কুড়ুল হাতে৷ শুধু তিনি একা যাবেন না, সঙ্গে দশ-বিশ হাজার অনুগামীকেও ডেকে নিয়ে যাবেন৷

বরাবর বিতর্কিত মন্তব্য করেন বলে আজম খান সুপরিচিত৷ এবার কটাক্ষের বাণে যোগীকে বিঁধেই ফের তাজমহল বিতর্ক ভাসিয়ে দিলেন তিনি৷

The post ‘যোগীকে সঙ্গে নিয়েই তাজমহল ভাঙতে যাব’, বিতর্কিত মন্তব্য মুসলিম নেতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার