shono
Advertisement

Jio প্রাইম মেম্বার হওয়ার মেয়াদ কি বাড়ছে? পড়ুন রিলায়েন্স কর্তার বক্তব্য

বিভ্রান্ত না হয়ে পড়ুন অফিসিয়াল বক্তব্য৷ The post Jio প্রাইম মেম্বার হওয়ার মেয়াদ কি বাড়ছে? পড়ুন রিলায়েন্স কর্তার বক্তব্য appeared first on Sangbad Pratidin.
Posted: 09:38 AM Mar 30, 2017Updated: 04:08 AM Mar 30, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্যমাত্রা ছুঁতে না পারলেও রিলায়েন্স জিও, দেশের সবচেয়ে নতুন টেলিকম অপারেটর তাদের হ্যাপি নিউ অফারের মেয়াদ বাড়াচ্ছে না৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামিকাল, ৩১ মার্চ শেষ হয়ে যাচ্ছে জিও-র সমস্ত ফ্রি অফার৷ এখনও পর্যন্ত প্রায় ৫ কোটি গ্রাহক এককালীন ৯৯ টাকা দিয়ে জিও প্রাইম মেম্বার হয়েছেন৷ অনুমান করা হচ্ছিল, লক্ষ্যমাত্রা ছুঁতে না পারায় প্রাইম মেম্বার হওয়ার জন্য গ্রাহকদের আরও এক মাস সময় দিতে পারে মুকেশ আম্বানির সংস্থা৷ কিন্তু সব জল্পনায় জল ঢেলে দিয়ে সংস্থার এক উচ্চপদস্থ কর্তা জানিয়ে দিয়েছেন, লক্ষ্যমাত্রার ৫০ শতাংশ গ্রাহককে ছুঁতে পেরেই সংস্থা সন্তুষ্ট৷ ফ্রি পরিষেবার মেয়াদ আর বাড়ানো হবে না৷

Advertisement

[আজ পর্যন্ত Jio প্রাইম সদস্য হয়েছেন মাত্র এই ক’জন!]

What’s the Jio Prime @ ₹99 membership? What’s the ₹303 recharge?
Know now & tell your friends. Hurry & claim today: https://t.co/1IezP5pIWd pic.twitter.com/luINv31L1E

— Reliance Jio (@reliancejio) March 22, 2017

জিও-র হ্যাপি নিউ ইয়ার অফারে গ্রাহকরা আগামিকাল পর্যন্ত ফ্রি ফোর-জি ডেটা, এসএমএস ও ভয়েস কল পরিষেবা পাবেন৷ জিও প্রাইম সদস্য হওয়ার পর ৩০৩ টাকার রিচার্জে প্রতিদিন এক জিবি করে হাই স্পিড ফোর-জি ডেটা পাওয়া যাবে৷ সঙ্গে ফ্রি ভয়েস কল৷ কিন্তু একটি সূত্রের খবর, স্রেফ ৯৯ টাকা দিয়ে প্রাইম সদস্য হলেই আজীবন ফ্রি-তে ফোন করা যাবে এমনটা ভাবা ভুল৷ প্রতি মাসে ন্যূনতম রিচার্জ না করলে কয়েকদিন পর কানেকশন বন্ধ হয়ে যাবে৷ ট্রাই-এর নিয়ম এমনটাই৷ সেক্ষত্রে প্রতি মাসে ন্যূনতম ১৪৯ টাকার রিচার্জ করতেই হবে৷ প্রতি মাসে রিচার্জ করা যাবে ৪৯৯ টাকা পর্যন্ত৷ এক বছর ধরে সমস্ত পরিষেবা ফ্রি-তে পেতে রিচার্জ করা যাবে ৯,৯৯৯ টাকার বিনিময়ে৷

[এবার Jio প্রাইম গ্রাহকরা ফ্রি-তে পাবেন ১২০ জিবি 4G ডেটা]

সংস্থা সূত্রে জানানো হয়েছে, প্রায় ১০ কোটি মানুষ জিও-র ফ্রি ডেটা ও ভয়েস কল পরিষেবা নিয়েছেন৷ সংস্থার টার্গেট ছিল, তার মধ্যে অন্তত ৭ কোটি মানুষকে প্রাইম সদস্য করা৷ কিন্তু এয়ারটেল, ভোডাফোন ও আইডিয়া পাল্লা দিয়ে ডেটা রেট কমাতে থাকায় প্রতিযোগিতা ক্রমশ কঠিন হচ্ছে জিও-র পক্ষে৷ তাই ‘টার্গেট’ পূরণ হয়নি৷ তার উপর জিও-র বিরুদ্ধে এখনও কল ড্রপের হাজার হাজার অভিযোগ রয়েছে৷ এয়ারটেল, ভোডাফোন নম্বরে ফোন না ঢোকার অভিযোগ রয়েছে৷ তাই আর কোনও ঝুঁকি না নিয়ে যে ক’জন সদস্য প্রাইম মেম্বার হয়েছেন, তাঁদেরই অর্থের বিনিময়ে পরিষেবা দিতে তৈরি হচ্ছে জিও৷ তবে ৫ কোটি গ্রাহক নিয়ে এখনও দেশের বৃহত্তম টেলিকম অপারেটর জিও৷ ৩ কোটি ৭৭ লক্ষ গ্রাহক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতী এয়ারটেল৷

[Jio প্রাইম মেম্বারশিপ না নিলে ৩১ মার্চের পর কী হবে?]

The post Jio প্রাইম মেম্বার হওয়ার মেয়াদ কি বাড়ছে? পড়ুন রিলায়েন্স কর্তার বক্তব্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement