সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন সপ্তাহে তিনবার মার্কিন সংস্থার কাছে শেয়ার বিক্রি করল Reliance Jio। ফেসবুক, সিলভার লেক-এর পর এবার ১১ হাজার ৩৬৭ কোটি টাকার বিনিময়ে মুকেশ আম্বানির সংস্থাটির ২.৩২ শতাংশ শেয়ার কিনল ‘ভিস্তা ইকুইটি পার্টনারস’। শুক্রবার একটি বিবৃতি জারি করে এমনটাই জানিয়েছে রিলায়্যান্স ইনডাস্ট্রিজ।
[আরও পড়ুন: অবশেষে স্বস্তি! দুবাই বিমানবন্দরে ৫০ দিন আটকে থাকার পর বাড়ি ফিরলেন যমজ ভাই]
এর আগে রিলায়্যান্স ইনডাস্ট্রিজ-এর ডিজিটাল প্লাটফর্ম Jio-তে বিনিয়োগ করেছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক ও ইকুইটি সংস্থা সিলভার লেক। তারপর এবার আসরে নেমেছে ভিস্তা। বিগত তিন সপ্তাহে পরপর তিনবার শেয়ার বিক্রি করে মোট ৬০ হাজার ৫৯৬ কোটি টাকা তুলেছে মুকেশ আম্বানির সংস্থাটি। এর ফলে রিলায়্যান্স ইনডাস্ট্রিজ-এর ঋণের বোঝা কিছুটা হালকা হবে বলেই মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, করোনা আবহেও Jio-তে আস্থা রেখেছেন বিদেশি লগ্নিকারীর। ভারতীয় বাজার বোঝার অসামান্য ক্ষমতা ও প্রযুক্তির বিপুল প্রয়োগের ক্ষেত্রে মুকেশ আম্বানির সংস্থাটির পারদর্শিতাই এর মূল কারণ।
উল্লেখ্য, গত এপ্রিল মাসেই ৪৩,৫৭৪ কোটি টাকায় রিলায়েন্স জিও’র ৯.৯ শতাংশ শেয়ার কিনে নেয় ফেসবুক। সংস্থাটির প্রতিষ্ঠাতা কর্ণধার মার্ক জুকারবার্গ জানান, বিশ্বজুড়ে ফেসবুকের গ্রাহক সংখ্যা আরও বাড়াতেই Jio’র সঙ্গে গাঁটছড়া বেধেছে তারা। তারপরই চলতি মাসের শুরু দিকে Reliance Jio-তে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেয় মার্কিন সংস্থা সিলভার লেক। জিও-তে ৫ হাজার ৬৫৬ কোটি টাকা বা ৭৪৬.৭৪ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সংস্থাটি। ফেসবুকের সঙ্গে রিলায়েন্স জিও’র রেকর্ড অর্থের চুক্তির পরই এশিয়ার ধনীতম ব্যক্তির তকমা পেয়েছেন মুকেশ আম্বানি। তবে ঋণের বোঝাও চেপেছে মুকেশ আম্বানির সংস্থার উপর। সেই চাপ লাঘব করতে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন ব্যবসায় বিলগ্নিকরণের চেষ্টা চালাচ্ছে রিলায়েন্স। ১৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে সৌদি তেল শোধন সংস্থা আরামকোকে নিজের ২০ শতাংশ বেচে দেওয়ার কথা ভাবনাচিন্তা করছে রিলায়েন্স পেট্রো। গুগলের সঙ্গেও একটি পৃথক বিলগ্নিকরণের প্রস্তাব আলোচনার পর্যায়ে রয়েছে।
[আরও পড়ুন: ফের বিশাখাপত্তনমের রাসায়নিক কারখানায় গ্যাস লিক, ২ দিনের জন্য সরিয়ে দেওয়া হল স্থানীয়দের]
The post ১১,৩৬৭ কোটি টাকার বিনিময়ে Reliance Jio’র শেয়ার কিনল মার্কিন সংস্থা appeared first on Sangbad Pratidin.