সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুমতি না নিয়েই প্রধানমন্ত্রীর ছবি বিজ্ঞাপনে ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নিল রিলায়েন্স জিও ও পেটিএম৷ শুক্রবার এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই৷ ওই দুই সংস্থাকেই কেন্দ্রীয় সরকার নোটিস পাঠিয়েছিল৷
(বিনা অনুমতিতে মোদির ছবি ব্যবহার, জিও-পেটিএমকে চিঠি পাঠাল ক্ষুব্ধ কেন্দ্র)
ক্রেতা সুরক্ষা মন্ত্রক সূত্রে রিলায়েন্স জিও ও পেটিএমকে নোটিস পাঠিয়ে সতর্ক করা হয়, কয়েকটি নাম ও প্রতীক ব্যবহারের জন্য কেন্দ্রের বিশেষ অনুমতি নিতে হয়৷ ‘দ্য এমব্লেম অ্যান্ড নেমস অ্যাক্ট, ১৯৫০’ মোতাবেক অনুমতি বিনা কয়েকটি নাম ও প্রতীকের বাণিজ্যিক কারণে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ৷
রিলায়েন্স জিও তাদের বিজ্ঞাপনের জন্য কয়েকটি সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় পাতা জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ব্যবহার করে৷ একইভাবে ৮ নভেম্বর নোট বাতিলের ঘোষণার পরের দিন, ৯ নভেম্বর পেটিএমও প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে দেশবাসীকে ওই সংস্থার ডিজিটাল ওয়ালেট মারফত লেনদেনের আহ্বান জানায়৷ ওই দুই বিজ্ঞাপনই সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের উদ্রেক ঘটায়৷ ওই বিতর্কিত ইস্যুতেই এদিন ক্ষমা চেয়ে নিল দুই সংস্থা৷
বিজ্ঞাপনে মোদির ছবি! জানেন কত জরিমানা হতে পারে জিও-র?
অনুমতি ছাড়াই বিজ্ঞাপনে মোদির ছবি, বিতর্কে জিও!
The post মোদির ছবি ব্যবহারের জন্য ক্ষমা চাইল Jio, Paytm appeared first on Sangbad Pratidin.