shono
Advertisement

এলাহাবাদের নাম হোক প্রয়াগ, দাবি তুলে রাজ্যপালকে চিঠি সিদ্ধার্থনাথ সিংয়ের

কেন এই আরজি তাঁর?
Posted: 03:39 PM Jul 09, 2018Updated: 04:16 PM Jul 09, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার এলাহাবাদের নাম পরিবর্তনের দাবিতে সরব বিজেপি৷ এবার নাম পরিবর্তনের দাবিতে সরব যোগী রাজ্যের মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং৷ ইতিমধ্যেই  উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েকের কাছে চিঠি দিয়ে নিজের দাবি জানিয়েছেন তিনি৷ এলাহাবাদের নাম পরিবর্তন করে ‘প্রয়াগ’ করার দাবি জানিয়েছেন সিদ্ধার্থনাথ সিং৷ উত্তরপ্রদেশের পুরনো নাম ছিল এটিই৷

Advertisement

[কংগ্রেসে গণতন্ত্র রক্ষা করেছে বলেই ‘চাওয়ালা’ প্রধানমন্ত্রী, মত মল্লিকার্জুনের]

দেশের বহু প্রাচীন শহর হিসাবে পরিচিত এলাহাবাদ৷ প্রথম স্থানাধিকারী বারাণসীর পরেই নাম রয়েছে এই শহরের৷ ২০১১ সালে জনসমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশে জনসংখ্যার বিচারে সপ্তম স্থানে রয়েছে এলাহাবাদ৷ প্রাচীন এই শহরের নামই প্রয়াগ করার চিন্তাভাবনা মন্ত্রী সিদ্ধার্থনাথ সিংয়ের৷ ‘প্রয়াগ’ হল গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থল৷ কুম্ভমেলার জন্য পরিচিত প্রয়াগ যথেষ্টই পরিচিত৷ এছাড়া প্রয়াগেই রয়েছে ‘আনন্দ ভবন’৷ মতিলাল নেহেরু আনন্দ ভবন তৈরি করেছিলেন৷ প্রথমে নেহেরু পরিবারের সদস্যরা ওই বাড়িটিতে বাস করতেন৷ যদিও একসময় ভারতীয় জাতীয় কংগ্রেসের দপ্তর হয়ে যায় ‘আনন্দ ভবন’৷ ১৯৭০সালে ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী থাকাকালীন এই বাড়িটিকে সরকারের হাতে তুলে দেওয়া হয়৷ স্মৃতি বিজড়িত এই বাড়িটিকে মিউজিয়ামের রূপ দেওয়া হয়েছে৷ ‘প্রয়াগ’-এর ঐতিহ্যের কথা তুলে ধরেই প্রাচীন শহর এলাহাবাদের নাম পরিবর্তন করার দাবিতে সরব বিজেপি৷ ইতিমধ্যেই এ বিষয়ে রাজ্যপাল রাম নায়েকের কাছে চিঠিতে সেই আবেদন জানিয়েছেন সিদ্ধার্থনাথ সিং৷

[বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসে অভিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রীর ভাইপো, তদন্তে পুলিশ]

এর আগে নাম বদলে ‘বোম্বে’ হয় ‘মুম্বই’, মোঘলসরাই স্টেশনের নাম পালটে রাখা হয় দীনদয়াল উপাধ্যায় জংশন৷ যদিও দুটি ক্ষেত্রেই নামবদলের এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছিলেন রাজ্যপাল রাম নায়েক৷ সিদ্ধার্থনাথ সিংয়ের তাই দাবি, এলাহাবাদেরও নাম পরিবর্তন করে ‘প্রয়াগ’ রাখার প্রস্তাবে সহমত পোষণ করবেন রাজ্যপাল৷ খুব কম সময়ের মধ্যেই নাম পরিবর্তনের ভাবনাচিন্তা বাস্তবে রূপায়িত হবে বলেই জানান যোগী মন্ত্রিসভার সদস্য সিদ্ধার্থনাথ সিং৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement