shono
Advertisement
Republic Day

সাধারণতন্ত্র দিবসে আমিষ বিক্রিতে নিষেধাজ্ঞা কোরাপুটে! 'ধর্মীয় অনুষ্ঠান নাকি?', খোঁচা তৃণমূলের

এক্স হ্যান্ডলে পোস্ট করে বিজেপিশাসিত প্রতিবেশী রাজ্যের 'ফতোয়া'য় ফুঁসে উঠেছে শাসকদল তৃণমূল কংগ্রেস।
Published By: Sucheta SenguptaPosted: 09:19 PM Jan 24, 2026Updated: 09:19 PM Jan 24, 2026

এবার সাধারণতন্ত্র দিবসেও খাবারে কোপ! ২৬ জানুয়ারি আমিষ খাবার বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে ওড়িশার কোরাপুটের স্থানীয় প্রশাসন। ওইদিন মাছ, মাংস, ডিমের মতো আমিষ সামগ্রী কোথাও বিক্রি করা যাবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছেন খোদ জেলাশাসক। আর তাতেই দানা বেঁধেছে বিতর্ক।

Advertisement

বিজেপিশাসিত প্রতিবেশী রাজ্যের এহেন 'ফতোয়া'য় ফুঁসে উঠেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। সোশাল মিডিয়ায় এনিয়ে পোস্ট করে তৃণমূল প্রশ্ন তুলেছে, ২৬ জানুয়ারি কি ধর্মীয় অনুষ্ঠান যে তাতে আমিষ খাবার খাওয়া যাবে না? আরও প্রশ্ন, বিজেপি কি এই পরিবর্তন বাংলার উপরও চাপাতে চাইছে? এর আগে যোগীরাজ্য উত্তরপ্রদেশে একাধিক পার্বণে এভাবে আমিষ খাবারের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল। তাও বিতর্কের মুখে পড়ে। এবার ওড়িশার কোরাপুটে একই ঘটনা। কিন্তু প্রশ্ন হল, দেশের সাধারণতন্ত্র দিবসে কেন খাবারে এমন কোপ?

শুক্রবার কোরাপুট জেলাশাসকের বিজ্ঞপ্তি নজরে আসে। তাতে লেখা, ২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবসে গোটা জেলায় মাছ, মাংস, ডিম-সহ সমস্ত আমিষ খাবার বিক্রি বন্ধ। এই মর্মে স্থানীয় দোকানগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসকের ওই চিঠি প্রত্যেক স্থানীয় প্রশাসনিক আধিকারিককে জানানো হয়েছে, এলাকার প্রতি দোকানে ওই বার্তা পৌঁছে দিতে হবে। বিষয়টি প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে সমালোচনা। কী কারণে হঠাৎ সাধারণতন্ত্র দিবসে খাবার নিয়ে এই ফতোয়া, সেই প্রশ্ন ওঠে। যদিও প্রশাসন নিরুত্তর। প্রতিবেশী বিজেপিশাসিত রাজ্যের এই 'অদ্ভুত' নির্দেশিকা নিয়ে শনিবার সরব হয়েছে রাজ্যের শাসকদল।

শুক্রবার কোরাপুট জেলাশাসকের বিজ্ঞপ্তি নজরে আসে। তাতে লেখা, ২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবসে গোটা জেলায় মাছ, মাংস, ডিম-সহ সমস্ত আমিষ খাবার বিক্রি বন্ধ। এই মর্মে স্থানীয় দোকানগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসকের ওই চিঠি প্রত্যেক স্থানীয় প্রশাসনিক আধিকারিককে জানানো হয়েছে, এলাকার প্রতি দোকানে ওই বার্তা পৌঁছে দিতে হবে।

এক্স হ্যান্ডলে পোস্ট করে তৃণমূলের বক্তব্য, 'কবে থেকে সাধারণতন্ত্র দিবস ধর্মীয় উৎসব হয়ে গেল সেখানে আমিষ খাবার রাখাই যাবে না? বিআর আম্বেদকরের সংবিধান ভারতবাসীকে ইচ্ছেমতো খাওয়া, পরা, পছন্দের ভাষায় কথা বলার স্বাধীনতা দেয়। সংবিধান অনুযায়ী এই দেশ সার্বভৌম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক। আম্বেদকরকে দেশবাসী ভালোবাসে, পুজো করে। বিজেপি কি এমন পরিবর্তন বাংলার উপরও চাপিয়ে দিতে চাইছে? জনতা! সাবধান হোন।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement