shono
Advertisement
Revanth Reddy

'বাতিল ১০০০ টাকার নোট চন্দ্রশেখর', প্রাক্তনকে নিশানা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির

'টিকটকে সলমনের চেয়ে বেশি জনপ্রিয় রাখি সাওয়ান্ত', বিএসআর-এর সমীক্ষাকে কটাক্ষ রেড্ডির।
Published By: Amit Kumar DasPosted: 04:54 PM Feb 01, 2025Updated: 04:54 PM Feb 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতাচ্যুত তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে নিশানা বর্তমান মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির। চন্দ্রশেখরকে বাতিল হাজার টাকার নোটের সঙ্গে তুলনা করে তাঁর দাবি, উনি হলেন বাতিল হাজার টাকার নোট, বাজারে যার কোনও মূল্য নেই। বাতিল এই টাকা নিজের কাছে রাখলে গ্রেপ্তার হতে হয়।

Advertisement

২০২৩ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের কাছে হেরে গদিচ্যুত হয়েছে ভারত রাষ্ট্র সমিতি বা বিএসআর। রাজপাট হারিয়ে নতুন করে ক্ষমতায় ফিরতে কোমর বেঁধে মাঠে নেমেছেন কে চন্দ্রশেখর রাও। সম্প্রতি এক জনসভায় কংগ্রেসকে নিশানায় নিয়ে তিনি অভিযোগ করেন, মাত্র এক বছরেই কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা তলানিতে এসে ঠেকেছে। একইসঙ্গে জানান, "আপনারা অপেক্ষা করুন আগামী বিধানসভা নির্বাচনেই এই কংগ্রেস সরকারের পতন হবে এবং বিএসআর ফের ক্ষমতায় ফিরবে।"

রাও-এর সেই অভিযোগের পালটা তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলার মোগিলিগিড্ডায় এক জনসভায় উপস্থিত হয়ে পালটা তোপ দাগেন রেবন্ত রেড্ডি। তিনি বলেন, "নিজের দলের কর্মীদের সামনে নিজের (চন্দ্রশেখর রাও) বড়াই করে কোনও লাভ নেই। আপনি বাতিল হয়ে যাওয়া ১০০০ টাকার নোট। কেউ যদি ওই নোট রাখেন তাহলে তাঁকে জেলে যেতে হয়।" একইসঙ্গে বলেন, "একটা সময় এই নোটের অনেক দাম ছিল। কিন্তু এখন এই নোট মূল্যহীন। একইভাবে চন্দ্রশেখর রাওও মূল্যহীন হয়ে গিয়েছেন। তেলেঙ্গানার মানুষের আর আপনার প্রতি কোনও আগ্রহ নেই, ফলে ক্ষমতায় ফেরারও কোনও প্রশ্ন নেই। তেলাঙ্গানাবাসী এখন কংগ্রেস শাসনে বহু জনমুখী প্রকল্পের সুবিধা পান।"

উল্লেখ্য, সম্প্রতি সোশাল মিডিয়ায় এক সমীক্ষা করিয়েছিল বিএসআর। সেই রিপোর্টের প্রেক্ষিতে কেসিআর দাবি করেন রাজ্যের ৭০ শতাংশ মানুষ বিএসআরকে পছন্দ করে। এই রিপোর্টকেও কটাক্ষ করতে ছাড়েননি রেড্ডি। ইন্টারনেট সার্ভের সঙ্গে বাস্তবের ফারাক অনেক। উদাহরণ-সহ বলেন, "টিকটকে সলমন খানের চেয়ে রাখি সাওয়ান্ত বেশি জনপ্রিয়। তার মানে কী রাখি সলমনের চেয়ে ভালো অভিনেত্রী?"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ক্ষমতাচ্যুত তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে নিশানা বর্তমান মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির।
  • চন্দ্রশেখরকে বাতিল হাজার টাকার নোটের সঙ্গে তুলনা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর।
  • 'টিকটকে সলমনের চেয়ে বেশি জনপ্রিয় রাখি সাওয়ান্ত', বিএসআর-এর সমীক্ষাকে কটাক্ষ রেড্ডির।
Advertisement