সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তান (Afghanistan) প্রসঙ্গে ভারতের সঙ্গে সহমত পোষণ করল রাশিয়া (Russia), ইরান-সহ বাকি ৬ রাষ্ট্র। কাবুলিওয়ালার দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বুধবার ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নেতৃত্বে দিল্লিতে বৈঠকে বসেছিলেন আট রাষ্ট্রের প্রতিনিধিরা। আলোচনায় ভারতের সঙ্গে সহমত হলেন অন্যান্য রাষ্ট্রের প্রতিনিধিরা। আলোচনা শেষে গৃহীত প্রস্তাবে বলা হল, কোনও অবস্থাতেই আফগানিস্তানের মাটি সন্ত্রাসের জন্য ব্যবহার হতে দেওয়া যাবে না।
তালিবান আফগানভূম দখলের পর থেকেই নিরাপত্তা নিয়ে চিন্তা বেড়েছে ভারতের। চাপ বেড়েছে আফগানিস্তানের সীমান্তে থাকা দেশগুলিরও। মনে করা হচ্ছে, গোটা বিশ্বের নিরাপত্তার ক্ষেত্রেই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তালিবান। যৌথভাবে এই পরিস্থিতির মোকাবিলা এবং ভবিষ্যতের কার্যক্রম ঠিক করতে অজিত দোভালের নেতৃত্ব বৈঠক ডেকেছিল ভারত। চিন ও পাকিস্তানকেও আমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু তারা যোগ দেয়নি।
[আরও পড়ুন: বিরসা মুন্ডার জন্মদিনে পালন করা হবে ‘জনজাতীয় গৌরব দিবস’, ঘোষণা কেন্দ্রের]
এদিন দিল্লিতে হাজির ছিলেন রাশিয়া, ইরান, কিরঘিজস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, তাজাকিস্তান এবং তুর্কমেনিস্তানের প্রতিনিধিরা। বৈঠকে আফগানিস্তানের পরিস্থিতির পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য নিয়েও আলোচনা হয়। ঘোষণাপত্রে বলা হয়, আফগানিস্তানের এমন কঠিন পরিস্থিতিতে সমস্তরকমের মানবিক সহযোগিতা করবে আটটি রাষ্ট্রই। পাশাপাশি সমস্ত রকমের সন্ত্রাস, সন্ত্রাসের পরিকাঠামো এমনকী সেই সংক্রান্ত লেনদেন রুখতে বদ্ধপরিকর সবক’টি দেশই। আফগানিস্তানে ত্রাণ ও পুনর্গঠনে সাহায্য করার বিষয়ও ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়েছেন ৮ রাষ্ট্রের প্রতিনিধিরা।
[আরও পড়ুন: পুরভোটের আগেই ফের ত্রিপুরায় যাচ্ছেন অভিষেক, অমিত শাহর সঙ্গে সরাসরি দ্বৈরথের সম্ভাবনা]
বৈঠকে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান অ্যাডমিরাল আমি শামখানি আফগানিন্তার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এদিকে তালিবান সরকারের সঙ্গে বোঝাপড়া গড়ে তুলতে সক্রিয় হয় রাশিয়াও। এদিন বৈঠকে উপস্থিত রুশ নিরাপত্তা সচিব নিকোলাই পাত্রুশভের কাছে সন্ত্রাসের ‘রপ্তানি’ বন্ধের বিষয়টি নিশ্চিত করার আবেদন জানান অন্যান্য দেশের প্রতিনিধিরা।