shono
Advertisement

Breaking News

Bengaluru FC

যুবভারতীতে আইএসএল ফাইনালে আক্রান্ত বেঙ্গালুরু সমর্থকরা, অভিযোগ দায়ের সুনীলের ক্লাবের

এই আচরণকে 'বেপরোয়া ও কাপুরুষোচিত' বলে নিন্দা জানিয়েছে বেঙ্গালুরু।
Published By: Prasenjit DuttaPosted: 07:03 PM Apr 15, 2025Updated: 07:32 PM Apr 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফাইনালে উঠেও স্বপ্নভঙ্গ হয়েছে বেঙ্গালুরু এফসি'র। এগিয়ে থেকেও ১-২ গোলে হেরে গিয়েছে সুনীল ছেত্রীর দল। অভিযোগ, এই ফাইনালে বেঙ্গালুরুর কর্ণধার-সহ সমর্থকরাও আক্রান্ত হয়েছেন। আর এবার তা নিয়ে লিখিত অভিযোগও পর্যন্ত দায়ের করেছে বেঙ্গালুরু এফসি। 

Advertisement

এআইএফএফ এবং এফএসডিএলের কাছে অভিযোগ জানিয়েছে বেঙ্গালুরু এফসি। তারা এক্স হ্যান্ডলে এক বিবৃতিতে লেখে, 'শনিবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগানের বিরুদ্ধে ফাইনাল ছিল। ওই ম্যাচে স্ট্যান্ডে আতশবাজি ছুড়ে মারা হয়েছে। এর জন্য আমরা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করছি।'

উল্লেখ্য, ফাইনালে আহত হয়েছিলেন বেঙ্গালুরু এফসি কর্ণধার পার্থ জিন্দাল। তিনি এক্স হ্যান্ডলে লেখেন, 'স্টেডিয়ামে যখন আমার দলকে সমর্থন করে গলা ফাটাচ্ছিলাম, তখন আমার গায়ে আতশবাজি লাগে। কলকাতায় আইএসএল ফাইনালে আমরা কি এই ধরনের নিরাপত্তা আশা করতে পারি?' এই আচরণকে 'বেপরোয়া ও কাপুরুষোচিত' বলে নিন্দা জানিয়েছে বেঙ্গালুরু এফসি।

একই সঙ্গে যুবভারতীর নিরাপত্তা নিয়েও ক্ষোভপ্রকাশ করে বেঙ্গালুরু এফসি'র পক্ষ থেকে লেখা হয়, 'অত্যন্ত বেপরোয়া আচরণ। এটা আমাদের কর্তা এবং সমর্থকদের নিরাপত্তার উপর সরাসরি হুমকি।' এখন দেখার, এআইএফএফ এবং এফএসডিএল এই ব্যাপারে কোনও পদক্ষেপ নেয় কিনা। এই ব্যাপারে মোহনবাগানের পক্ষ থেকে এখনও অবধি কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফাইনালে উঠেও স্বপ্নভঙ্গ হয়েছে বেঙ্গালুরু এফসি'র।
  • এগিয়ে থেকেও ১-২ গোলে হেরে গিয়েছে সুনীল ছেত্রীর দল।
  • এআইএফএফ এবং এফএসডিএলের কাছে অভিযোগ জানিয়েছে বেঙ্গালুরু এফসি।
Advertisement