Russia-Ukraine Conflict: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ নিয়ে কী মত ভারতের কমিউনিস্টদের? বিবৃতি দিল সিপিএম

05:56 PM Feb 25, 2022 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়ার ইউক্রেনে আক্রমণ অনভিপ্রেত এবং দুর্ভাগ্যজনক। তবে, নিজেদের নিরাপত্তার সংকটের কথা ভেবেই এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন পুতিন (Vladimir Putin)। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে ‘ধরি মাছ না ছুঁই পানি’র মতো অবস্থান নিল ভারতের বামপন্থীরা। ইউক্রেন প্রসঙ্গে বিবৃতিতে অশান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও সরাসরি রাশিয়ার নিন্দা করতে পারল না সিপিএম (CPIM)।

Advertisement

ইউক্রেন নিয়ে এক বিবৃতিতে সিপিএম (CPIM) জানিয়েছে, “রাশিয়া এবং ইউক্রেনের মধ্যেকার সশস্ত্র সংঘর্ষ নিয়ে সিপিএম গভীরভাবে উদ্বিগ্ন। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যেভাবে সামরিক পদক্ষেপ করেছে সেটা দুর্ভাগ্যজনক। যত দ্রুত সম্ভব এই যুদ্ধ বন্ধ করে শান্তি ফেরানো হোক।” এরপরই অবশ্য রাশিয়ার পদক্ষেপের পিছনে যুক্তি খাঁড়া করার চেষ্টা করেছেন বামপন্থীরা। ঘুরিয়ে সমর্থন করেছে পুতিনকেই। সিপিএমের বক্তব্য, আমেরিকা এবং ন্যাটোর বেশ কিছু পদক্ষেপ রাশিয়াকে সামরিক পদক্ষেপ করতে বাধ্য করেছে।

[আরও পড়ুন: যুদ্ধের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল শেয়ার বাজার, একলাফে অনেকটা বাড়ল সেনসেক্স-নিফটি]

বিবৃতিতে সিপিএম বলছে, “সোভিয়েতের পতনের পর আমেরিকার মদতে ন্যাটো (NATO) পূর্ব ইউরোপে ধীরে ধীরে নিজেদের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। তাছাড়া ইউক্রেনকেও যেভাবে ন্যাটোর অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছিল সেটা রাশিয়ার নিরাপত্তার জন্য বিপজ্জনক হয়ে উঠছিল। ন্যাটো যেভাবে পূর্ব ইউরোপে বাহিনী এবং মিসাইল মোতায়েন করেছিল, সেটা নিয়েও রাশিয়া উদ্বিগ্ন। সুতরাং রাশিয়া (Russia) যে সামরিক নিরাপত্তার দাবি করছে সেটা পুরোপুরি বৈধ।”

[আরও পড়ুন: রাশিয়ার বিরুদ্ধে ভারতকে পাশে চায় আমেরিকাও! জয়শংকরকে ফোন মার্কিন স্বরাষ্ট্রসচিবের]

বস্তুত, রাশিয়ার ইউক্রেন দখলের চেষ্টাকে কোনও অন্যায় বলে মনে করছে না সিপিএম। বরং, বামেদের সাফ কথা আমেরিকা এবং ন্যাটোর অনড় মনোভাব জটিলতা বাড়িয়েছে। শান্তি ফেরাতে হলে সবমহলকে সচেষ্ট হতে হবে। দোনবাসে খুব শীঘ্রই আলোচনা শুরু করে সব আন্তর্জাতিক চুক্তি মেনে চলা দরকার। একই সঙ্গে ভারত সরকারের কাছে বামেরা আবেদন জানিয়েছে, ইউক্রেনে আটকে থাকা হাজার হাজার ভারতীয়কে যেন দ্রুত দেশে ফেরানো হয়। 

Advertisement
Next