সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের মাচিল সেক্টরে পাক রেঞ্জার্সের গুলিতে শহিদ ভারতীয় জওয়ান মনদীপ সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হল পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়৷ মনদীপ সিংয়ের স্ত্রী তাঁর স্বামীর সাহসিকতার প্রশংসা করে বলেন, “দেশের সব জওয়ানদের আত্মাহুতি ও বীরত্বকে আমার স্যালুট৷ আমার স্বামী একজন সাহসী জওয়ান ছিলেন৷ তাঁর বলিদান যেন বিফলে না যায়৷” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে মনদীপ সিংয়ের স্ত্রীর আবেদন, “পাকিস্তানকে উচিত শিক্ষা দিন”৷ তিনি বলেছেন, “সরকারের কাছে আমার নিবেদন পাকিস্তানকে বোঝান৷ আর যদি ওরা না বোঝে, তাহলে ওদের শেষ করে দিন৷ তাহলে অন্তত আমার মতো অন্য কারও দীপাবলি অন্ধকারে ডুবে যাবে না৷”
এদিনই, আরেক শহিদ জওয়ান বিএসএফ হেড কনস্টেবল জিতেন্দ্র কুমার সিংয়ের শেষকৃত্যেও সম্পন্ন হল৷ সেখানেও পাকিস্তান বিরোধী স্লোগান ওঠে৷ আরএস পুরা সেক্টরে পাক রেঞ্জার্সের গুলিতে শহিদ হন জিতেন্দ্র৷ বাবার মৃতদেহকে স্যালুট জানায় জিতেন্দ্র-পুত্র৷ গান স্যালুট জানিয়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শহিদ জিতেন্দ্রর শেষকৃত্য সম্পন্ন হয়৷
দেখুন সেই ভিডিও:
The post পাকিস্তানকে শেষ করে দিন, মোদিকে আর্জি শহিদের স্ত্রীর appeared first on Sangbad Pratidin.