shono
Advertisement
Delhi HC

গুদামঘরে ভর্তি পোড়া টাকা! দিল্লি হাই কোর্টের বিচারপতির বাড়ির ছবি প্রকাশ করল সুপ্রিম কোর্ট

নজিরবিহীনভাবে তদন্তের রিপোর্ট আপলোড করা হয়েছে শীর্ষ আদালতের ওয়েবসাইটে।
Published By: Anwesha AdhikaryPosted: 09:54 AM Mar 23, 2025Updated: 09:58 AM Mar 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুদামঘরে ভর্তি পোড়া টাকা! এমন চাঞ্চল্যকর দৃশ্য দেখা গেল দিল্লি হাই কোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাংলোর অন্দরে। বিচারপতি যশবন্তের বিরুদ্ধে তদন্ত করে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিয়েছেন দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায়। নজিরবিহীনভাবে সেই রিপোর্ট আপলোড করা হয়েছে শীর্ষ আদালতের ওয়েবসাইটে। সেখানেই দেখা যাচ্ছে, পোড়া নোটের স্তূপ রয়েছে বিচারপতি যশবন্তের বাসভবনে।

Advertisement

শনিবার শীর্ষ আদালত পেশ করা হয় ২৫ পাতার রিপোর্ট। অন্যান্য তথ্যের সঙ্গে বেশ কিছু ছবি এবং ভিডিও ছিল সেই রিপোর্টে। জানা গিয়েছে, দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি এবং দিল্লি পুলিশের কমিশনার সঞ্জয় আরোরা ওই ছবি সংগ্রহ করেছেন। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরেই কলেজিয়ামের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তাঁদের সিদ্ধান্তেই ওই রিপোর্ট আপলোড করা হয় শীর্ষ আদালতের ওয়েবসাইটে। বিচারব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে রিপোর্ট প্রকাশের সিদ্ধান্ত, এমনটাই জানা গিয়েছে কলেজিয়াম সূত্রে। 

রিপোর্টের সঙ্গে সঙ্গেই প্রকাশ্যে এসেছে বিচারপতি যশবন্তের বাড়ি থেকে উদ্ধার হওয়া পোড়া টাকার স্তূপের ছবি। জানা গিয়েছে, বিচারপতি যশবন্তের বাংলোর গুদামে বোঝাই ছিল বিপুল নোটের তাড়া। আগুন লাগার পর সেগুলো পুড়ে ছাই হয়ে যায়। যদিও গোটা বিষয়টি অস্বীকার করেছেন বিচারপতি যশবন্ত। তাঁর দাবি, "ঘটনাস্থলে এমন কিছু আমি মোটেও দেখতে পাইনি। পুরোটাই আমার বিরুদ্ধে চক্রান্ত চলছে। ওই ঘরে প্রচুর জিনিস থাকত, বেশ কিছু নথিপত্রও ছিল। আমার বাড়ি থেকে ওই ঘরটি সম্পূর্ণ আলাদা। অনেকেই ওখানে যাতায়াত করত।"

প্রসঙ্গত, গত সপ্তাহে দোলের ছুটি চলাকালীন আগুন লাগে বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে। যদিও তিনি সেই সময় বাড়িতে ছিলেন না। তাঁর বাড়ির লোকেদের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থলে হাজির দমকল। আগুন নেভানোর সময়ই তাঁরা বিচারপতির বাড়িতে প্রচুর নগদের হদিশ পান। খবর যায় পুলিশের কাছে। এই বিপুল নগদ কোথা থেকে এল সেই প্রশ্ন করা হলে বিচারপতির পরিবারের কেউই কোনও সদুত্তর দিতে পারেননি। তারপরেই বিচারপতির বিরুদ্ধে তদন্ত শুরু হয়। যত দিন না বিষয়টির নিষ্পত্তি হচ্ছে, তত দিন বিচারপতি বর্মাকে বিচারপ্রক্রিয়া থেকে দূরে রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শনিবার শীর্ষ আদালত পেশ করা হয় ২৫ পাতার রিপোর্ট। অন্যান্য তথ্যের সঙ্গে বেশ কিছু ছবি এবং ভিডিও ছিল সেই রিপোর্টে।
  • রিপোর্টের সঙ্গে সঙ্গেই প্রকাশ্যে এসেছে বিচারপতি যশবন্তের বাড়ি থেকে উদ্ধার হওয়া পোড়া টাকার স্তূপের ছবি।
  • গত সপ্তাহে দোলের ছুটি চলাকালীন আগুন লাগে বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে। যদিও তিনি সেই সময় বাড়িতে ছিলেন না।
Advertisement