shono
Advertisement
Greater Noida

ইন্দোর-গান্ধীনগরের পর নয়ডা, ফের বিজেপিশাসিত রাজ্যে পানীয় জলে বিষক্রিয়া, অসুস্থ অন্তত ৩০

এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর মেলেনি।
Published By: Subhodeep MullickPosted: 05:34 PM Jan 08, 2026Updated: 06:16 PM Jan 08, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্দোরে পুরসভার পানীয় জল খেয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন শতাধিক। গান্ধীনগরেও দূষিত জল পান করে অসুস্থ বহু মানুষ। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। তার মধ্যেই এবার বিজেপিশাসিত নয়ডায় পানীয় জলে বিষক্রিয়ার অভিযোগ। ঘটনায় এখনও পর্যন্ত কারও মৃত্যু না হলেও অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ৩০ জন।

Advertisement

জানা গিয়েছে, গ্রেটার নয়ডার ডেল্টা সেক্টর ১-এ পুরসভার জল পান করে একসঙ্গে অন্তত ৩০ জন অসুস্থ হয়ে পড়েছেন। প্রত্যেকেরই বমি, জ্বর, পেটে ব্যথা এবং শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা যাচ্ছে। অভিযোগ উঠেছে, পুরসভার নলবাহিত জলে দূষিত নালার জল মিশ্রিত হওয়ার ফলেই তাতে বিষক্রিয়া হয়েছে। যদিও এই অভিযোগ খারিজ করে দিয়েছে গ্রেটার নয়ডা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি (জিএনআইডিএ)। বুধবার এলাকায় একটি মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়েছে। চিকিৎসক নারায়ণ কিশোর বলেন, "চিকিৎসকরা ৩০ জন আক্রান্তের সঙ্গে দেখা করেছেন। তাঁদের মধ্যে পাঁচ-ছ'জনকে ওষুধ দেওয়া হয়েছে। বাকিদের ওআরএস পানের পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে। প্রয়োজনে আমরা শুক্রবার আরও একটি ক্যাম্পের আয়োজন করব।"

সম্প্রতি, ভারতের পরিচ্ছন্নতম শহর ইন্দোরে নলবাহিত জল পান করে অন্তত ১০ জনের মৃত্যুর ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে গোটা দেশে। এখনও হাসপাতালে চিকিৎসাধীন ২০০-রও বেশি মানুষ। এই পরিস্থিতিতে আতঙ্কে চড়া দামে পানীয় জল কিনতে বাধ্য হচ্ছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। দূষিত জল পান করে গুজরাটের রাজধানী গান্ধীনগরে ১০০ জনেরও বেশি টাইফয়েডে আক্রান্ত। স্বাভাবিকভাবেই বিরোধীদের তোপের মুখে বিজেপি সরকার। স্থানীয়দের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলছে বলেও সুর চড়ানো হয়েছে। এমন পরিস্থিতিতে এবার নয়ডায় পানীয় জলে বিষক্রিয়ার অভিযোগে যে যোগী সরকারও চাপে পড়ল, তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইন্দোরে পুরসভার পানীয় জল খেয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন শতাধিক।
  • গান্ধীনগরেও দূষিত জল পান করে অসুস্থ বহু মানুষ।
  • তার মধ্যেই এবার বিজেপি শাসিত নয়ডায় পানীয় জলে  বিষক্রিয়ার অভিযোগ।
Advertisement