shono
Advertisement
Shashi Tharoor

কংগ্রেস ছাড়ছেন থারুর? দলের সঙ্গে ‘দূরত্বের’ মাঝেই মুখ খুললেন বর্ষীয়ান সাংসদ, তুললেন ‘সিঁদুর’ প্রসঙ্গও

বহুদিন ধরেই ‘বেসুরো’ থারুর। দলের একাধিক বক্তব্যের বিরোধিতা করেছেন। অপারেশন সিঁদুরের পর বিদেশে যে প্রতিনিধিদল গিয়েছিল দলের আপত্তি সত্ত্বেও তাতে গিয়েছিলেন তিরঅনন্তপুরমের সাংসদ।
Published By: Subhodeep MullickPosted: 04:25 PM Jan 24, 2026Updated: 05:45 PM Jan 24, 2026

বহুদিন ধরেই ‘বেসুরো’ কংগ্রেস সাংসদ শশী থারুর। সম্প্রতি তিনি অভিযোগ করেছিলেন, বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাঁকে অপমান করেছেন। দলের সঙ্গে ‘দূরত্বের’ মাঝেই ফের মুখ খুললেন থারুর। তিনি সাফ জানিয়ে দিলেন, কংগ্রেসের অবস্থানের বিরুদ্ধে তিনি কোনওদিন যাননি। তবে একমাত্র অপারেশন সিঁদুরের পর তিনি ভিন্ন মত পোষণ করেছিলেন বলে জানিয়েছেন তিরুঅনন্তপুরমের সাংসদ।

Advertisement

সম্প্রতি কেরলের সাহিত্য উৎসবে যোগ দিয়েছিলেন থারুর। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “সংসদে কোনও পর্যায়েই দলের অবস্থানের বিরুদ্ধে আমি যাইনি। একমাত্র অপারেশন সিঁদুরের সময় দলের সঙ্গে আমার মতভেদ প্রকাশ্যে এসেছিল।” থারুর জানান, পহেলগাঁওয় হামলার পর তিনি বিষয়টি নিয়ে দৃঢ় অবস্থান নিয়েছিলেন এবং সেই জন্য তাঁর কোনও অনুশোচনা নেই। নিজের অবস্থান স্পষ্ট করে কংগ্রেস সাংসদ বলেন, “পহেলগাঁও হামলার পর একজন পর্যবেক্ষক এবং লেখক হিসাবে আমি একটি প্রতিবেদন লিখেছিলাম। সেখানে বলেছিলাম, দোষীদের কড়া শাস্তি হওয়া উচিত এবং এই হামলার কঠোর জবাব দেওয়া উচিত।”

কংগ্রেসের বর্ষীয়ান এই সাংসদ দলের একাধিক বক্তব্যের বিরোধিতা করেছেন। অপারেশন সিঁদুরের পর বিদেশে যে প্রতিনিধিদল গিয়েছিল দলের আপত্তি সত্ত্বেও তাতে গিয়েছিলেন তিরঅনন্তপুরমের সাংসদ। আবার ইদানিং কংগ্রেসের বৈঠকেও তিনি থাকেন না। সব মিলিয়ে থারুরের সঙ্গে কংগ্রেসের দূরত্ব অনেকটাই বেড়েছে। গতমাসেও বার দুই রাহুলের ডাকা বৈঠকে গরহাজির ছিলেন থারুর। একবার বিমানে থাকার অজুহাতে, একবার অসুস্থতার অজুহাতে। দলের বৈঠকে গরহাজির থেকে তিনি গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ শুনতে। সেবার মোদির ভাষণের ভূয়সী প্রশংসাও করেন। সব মিলিয়ে থারুরের কংগ্রেস-ত্যাগ নিয়ে ফের জল্পনা তৈরি হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement