shono
Advertisement
Air Force Officer Assault Case

'কন্নড় জাতিসত্ত্বায় আঘাত', বেঙ্গালুরুতে আক্রান্ত বাঙালি বায়ুসেনা কর্তাকে তোপ খোদ সিদ্দারামাইয়ারা

তাঁর সাফ বক্তব্য, "কন্নড়রা ভাষার জন্য কাউকে আক্রমণ করার মতো সংকীর্ণ নন।"
Published By: Subhajit MandalPosted: 05:11 PM Apr 22, 2025Updated: 06:25 PM Apr 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি আক্রান্ত। তাঁর স্ত্রী আক্রান্ত। মেরে মুখ ফাটানো হল। অথচ বাঙালি বায়ুসেনা আধিকারিক শিলাদিত্য বসু যেন কর্নাটকে 'গণশত্রু'তে পরিণত হয়েছেন। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা হয়েছে। এবার খোদ কর্নাটকর মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সোশাল মিডিয়ায় বায়ুসেনার ওই উইং কমান্ডারকে নিশানা করলেন। সিদ্দার বক্তব্য, "এই ঘটনা কন্নড়দের জাতিসত্ত্বায় আঘাত করেছে।" তাঁর সাফ বক্তব্য, "কন্নড়রা ভাষার জন্য কাউকে আক্রমণ করার মতো সংকীর্ণ নন।"

Advertisement

সোমবার বেঙ্গালুরুর রাস্তায় তাঁকে এবং তাঁর স্ত্রীকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ তুলেছিলেন বায়ুসেনার বাঙালি উইং কমান্ডার শিলাদিত্য বসু। সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে গোটা শিলাদিত্য দাবি করেন, বেঙ্গালুরুর রাস্তায় তাঁর এবং তাঁর স্ত্রীর উপর চড়াও হয়েছেন স্থানীয় দুই যুবক। তাঁর দাবি, হামলাকারী বিকাশ কুমার অকারণেই তাঁর উপর চড়াও হন। গালিগালাজের পাশাপাশি বিকাশ তাঁকে মারধরও করেন বলে অভিযোগ। এরপরই শিলাদিত্য এবং তাঁর স্ত্রী পুলিশের দ্বারস্থ হন। যদিও পুলিশের দাবি অন্য, কর্নাটক পুলিশের দাবি, হামলা দু'তরফেই হয়েছে। সোশাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছে, হামলাকারী বিকাশ কুমার এবং শিলাদিত্য রাস্তায় একে অপরকে আক্রমণ করছেন। এক পর্যায়ে শিলাদিত্য বিকাশের গলা টিপে ধরেন এবং শিলাদিত্যের স্ত্রী তাঁকে ছাড়ানোর চেষ্টা করছেন। পালটা শিলাদিত্য বিকাশের মুখে ঘুঁসিও মারেন।  অন্য একটি ভিডিও-তে আবার দেখা গিয়েছে, "শিলাদিত্যই বিকাশ কুমারের উপর চড়াও হচ্ছেন।"

স্থানীয় এবং পুলিশ সূত্রের দাবি, ঘটনাটির সূত্রপাত ভাষা বিবাদ নিয়ে। স্থানীয়দের দাবি, কন্নড় ভাষা নিয়ে শিলাদিত্য নাকি কটাক্ষ করেছিলেন হামলাকারীকে। সেখান থেকেই শুরু বিবাদ। কর্ণাটকের মুখ্যমন্ত্রীর এক্স পোস্টের ভাষাতেও তেমনই ইঙ্গিত। পুরো বিষয়টায় প্রাদেশিক মোড় দিয়েছেন তিনি। সিদ্দা সোশাল মিডিয়ায় লিখছেন, "এই ঘটনা কন্নড়দের জাতিসত্ত্বায় আঘাত হেনেছে। কন্নড়রা নিজেদের মাতৃভাষার জন্য গর্বিত। কিন্তু অন্য কাউকে ভাষার জন্য আক্রমণ করার মতো সংকীর্ণও আমরা নই।" কর্নাটকের মুখ্যমন্ত্রী বলছেন, "কন্নড় সংস্কৃতি বলে আমরা দেশের যে প্রান্ত থেকে যেই আসুক তাঁদের স্বাগত জানাই। সবাইকে ভালোবাসি।" কন্নড়বাসীর উদ্দেশে সিদ্ধার আবেদন, "আইন হাতে তুলে নেবেন না। আমরা অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।" 

বস্তুত, কংগ্রেস ক্ষমতায় আসার পর কর্ণাটকে কন্নড় অস্মিতা রীতিমতো 'উগ্র' আকার নিয়েছে বলে অভিযোগ। গত কয়েক মাসে কন্নড় বনাম অন্য ভাষার বিবাদের খবর বারবার প্রকাশ্যে আসছে। শিলাদিত্যর ঘটনার পর আরও একবার সেই বিতর্ক উসকে গেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাঙালি বায়ুসেনা আধিকারিক শিলাদিত্য বসু যেন কর্নাটকে 'গণশত্রু'তে পরিণত হয়েছেন।
  • এবার খোদ কর্নাটকর মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সোশাল মিডিয়ায় বায়ুসেনার ওই উইং কমান্ডারকে নিশানা করলেন।
  • সিদ্দার বক্তব্য, "এই ঘটনা কন্নড়দের জাতিসত্ত্বায় আঘাত করেছে।"
Advertisement