সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক অভিনেতার বেপরোয়াভাবে গাড়ি চালান আরও একবার উসকে দিল সনিকা চৌহানের স্মৃতি। গত বছর বেপরোয়া গতির বলি হয়েছিলেন মডেল-অভিনেত্রী সনিকা চৌহান। বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগ উঠেছিল বন্ধু অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের উপর। এবার সেই একই কাণ্ড। বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগেই পুলিশের হাতে ধরা পড়লেন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা।
[ প্রাক্তন স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন এই টেলি অভিনেত্রী ]
শনিবার ঘটনাটি ঘটে মুম্বইয়ের ওশিওয়াড়া এলাকায়। সিদ্ধার্থের বিরুদ্ধে অভিযোগ, বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে তিনটি গাড়িকে ধাক্কা দিয়েছেন তিনি। ঘটনার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৭৯ (পাব্লিক প্লেসে বেপরোয়াভাবে গাড়ি চালানো), ৩৩৬ (অন্যের নিরাপত্তা লঙ্ঘন), ৩৩৭ (নিরাপত্তা লঙ্ঘনের ফলে কারওর ক্ষতি) ও ৪২৭ (ক্ষতিপূরণস্বরূপ ৫০ টাকা জরিমানা) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখন জামিনে মুক্তি পেয়েছেন সিদ্ধার্থ। এর জন্য ৫ হাজার টাকার বন্ড দিতে হয়েছে তাঁকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ২০১৪ সালেও একটি সড়ক দুর্ঘটনায় জড়িয়েছিল সিদ্ধার্থ শুক্লার নাম।
টেলিভিশনের পাশাপাশি বলিউডেও কাজ করেছেন সিদ্ধার্থ শুক্লা। টেলিভিশনে ‘বালিকা বধূ’ সিরিয়ালে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। সেখান থেকেই তাঁর পরিচিতি বাড়ে। করণ জোহরের ছবি ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’ ছবিতে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ। শেষ তাঁকে দেখা গিয়েছিল ‘দিল সে দিল তক’ টেলিভিশন শোয়ে।
[ ‘বিগ বস ১২’-এর জন্য পিছিয়ে যাচ্ছে এই রিয়ালিটি শোয়ের সম্প্রচার ]
তবে শুধু সিদ্ধার্থ শুক্লা নন। এর আগেও অনেক অভিনেতা বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য অভিযুক্ত হয়েছেন। সলমন খানের কথা কারওর অজানা নয়। এছাড়া বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এমন ঘটনা ঘটেছে। বন্ধু সনিকা চৌহানকে নিয়ে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে অভিযুক্ত করেছিলেন বিক্রম চট্টোপাধ্যায়। দুর্ঘটনায় সনিকার মৃত্যু হয়। বিক্রমের বিরুদ্ধে চার্জশিট ফাইল করে পুলিশ।
The post বেপরোয়াভাবে গাড়ি চালানোয় গ্রেপ্তার অভিনেতা সিদ্ধার্থ শুক্লা appeared first on Sangbad Pratidin.