shono
Advertisement

Breaking News

নিরাপদে থেকেও রেহাই মিলল না, সিকিমে ২৪ ঘণ্টাতেই করোনায় আক্রান্ত ৪৩ জন

মহামারী রুখতে গোড়া থেকেই অতি সতর্কতা অবলম্বন করেছে উত্তর-পূর্বের এই রাজ্য।
Posted: 08:39 AM Oct 04, 2020Updated: 08:31 AM Oct 05, 2020

আনলক ৫’এও দেশে করোনা সংক্রমণে বিরাম নেই। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৫ লক্ষ  ৪৯ হাজার ৩৭৪ জন। মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ১ হাজার ৭৮২। বাংলায় মোট আক্রান্ত ২ লক্ষ ৬৬ হাজার ৯৭৪ জন। মৃত ৫ হাজার ১৩২ জন। করোনা ভাইরাস সম্পর্কিত লাইভ আপডেট (Corona Virus Live Update):

Advertisement

রাত ১১:আন্দামান-নিকোবরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৬ জন। 

রাত ১০.৩০: এতদিন নিরাপদে থেকেও ভাইরাসের আক্রমণ থেকে রেহাই  মিলল না সিকিমের। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪৩। মৃত্যু হয়েছে ২ জনের।

রাত ১০.২১: ঝাড়খণ্ডে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়েছেন ৯৩৩ জন, মৃত্যু হয়েছে ৯ জনের। মোট আক্রান্ত ৮৭,২১০। সুস্থ হয়েছেন ৭৫ হাজার ৫৩১ জন।

রাত ১০.১৪: অসমে গত ২৪ ঘণ্টায় ৭৫৬ জনের দেহে মিলল করোনার জীবাণু। মোট আক্রান্ত ১ লক্ষ ৮৬ হাজার ২০০।

রাত ৯.৪০: মুম্বইতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২১০৯, মৃত্যু হয়েছে ৪৮ জনের। জানাল BMC.

রাত ৯.৩১: রেমডিসিভিরের দ্বিতীয় ডোজ নিয়ে ভাল আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লিভার, কিডনি ভালভাবে কাজ করছে। সোমবারই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলে সূত্রের খবর।

রাত ৯.২৩: থানায় থানায় ঘুরতে হবে না। এবার একটা নম্বরে ফোন করেই অভিযোগ জানাতে পারবেন চিকিৎসকরা। চিকিৎসক হেনস্তায় রাজ্য সরকারের তরফে চালু করা হল ‘সিঙ্গল উইন্ডো’ অভিযোগ নিরসন কেন্দ্র। মোবাইল নম্বরের পাশাপাশি দেওয়া হয়েছে একটি মেল আইডিও – wbsacs@gmail.com এ মেল করে অভিযোগ জানানো যাবে।

রাত ৯.১৭: করোনা আবহে বিদেশে আটকে পড়া ভারতীয়রা দেশে ফিরতে মরিয়া। তাঁদের নিয়ে একসঙ্গে চারটি আন্তর্জাতিক বিমান রবিবার নামল দমদম বিমানবন্দরে। ফিরলেন ৩৫৫ জনেরও বেশি যাত্রী। লন্ডন, দোহা ছাড়াও দুবাই থেকে এসেছে দুটি বিমান।

রাত ৯.১০: দিল্লিতে নতুন করে আক্রান্ত ২,৬৮৩ জন। মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের। রবিবার সেখানে মোট ৮,৯৬৩টি আরটিপিসিআর ও ৪১,৮৬৯ ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়েছে বলেও জানাল রাজ্য সরকার।

রাত ৮.৩০: হিমাচল প্রদেশে আক্রান্ত হলেন ১৫৬ জন।

রাত ৮.১০: রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হলেন ৩৩৫৭ জন। মৃত্যু হয়েছে আরও ৬২ জনের।

সন্ধ্যা ৭.৪৫: করোনায় প্রয়াত দক্ষিণ চব্বিশ পরগনার সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নিরুপম জানা (৪৩)। নিরুপমবাবু গত তিনদিন ধরে জ্বরে ভুগছিলেন। শনিবার রাতে তাঁকে সাগর গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এম আর বাঙুর হাসপাতালে ভরতি করা হয়েছিল। আজ সেখানে প্রয়াত হন তিনি।

সন্ধ্যা ৭টা: অন্ধ্রপ্রদেশে নতুন করে আক্রান্ত ৬, ২৪২ আর মৃত্যু হয়েছে ৪০ জনের।

সন্ধ্যা ৬.৩৩: সংক্রমিত হলেন বাহুবলীখ্যাত অভিনেত্রী তামান্না ভাটিয়া। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। কয়েকদিন আগে হায়দরাবাদে একটি ওয়েব সিরিজের শুটিংয়ের জন্য এসেছিলেন তিনি। সম্প্রতি করোনার উপসর্গ দেখা দেওয়া তাঁর নমুনা পরীক্ষা করা হয়।

সন্ধ্যা ৬.৩০: তামিলনাড়ুতে নতুন করে আক্রান্ত ৫ হাজার ৪৮৯ জন। মৃত ৬৬ জন।

সন্ধ্যা ৬টা: কেরলে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮,৫৫৩ জন। বর্তমানে মোট চিকিৎসাধীন রয়েছে ৮৪ হাজার ৪৯৭ জন।

বিকেল ৫.৫০: মিজোরামে নতুন করে আক্রান্ত ১৯।

বিকেল ৫.০৬: কোভিডবিধি মেনে আগামী ১৩ অক্টোবর থেকে খুলবে অক্ষরধাম মন্দির। বাধ্যতামূলক মাস্কের ব্যবহার। 

বিকেল ৪.৪০: নেপালে নতুন করে আক্রান্ত ২২৫৩ জন। মৃত্যু হয়েছে ৭ জনের।

দুপুর ৩.৫০:  মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ১৪৪ জন পুলিশকর্মী।

দুপুর ৩.৩০: উত্তরপ্রদেশ গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ হাজার ২২৬ জন। বর্তমানে চিকিৎসাধীন ৪৬,৩৮৫।

দুপুর ৩টে:  রিপোর্ট পজিটিভ আসার পরই মানসিক অবসাদে আত্মহত্যা করলেন একজন ডিএসপি কর্মী। দুর্গাপুর থানা এলাকার সিটি সেন্টারের বাসিন্দা ওই ব্যক্তির নাম সুস্মিত রায়।

দুপুর ২.৩৬: আগামী বছরের জুলাইয়ের মধ্যে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা রয়েছে, দাবি স্বাস্থ্যমন্ত্রকের।

বেলা ১২.৫৬: হিমাচল প্রদেশে আক্রান্ত আরও ১৫ জন।

বেলা ১২.৪৬: দিল্লিতে ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে স্কুল, জানালেন মণীশ সিসোদিয়া।

বেলা ১২.২৬: ভারতে সংক্রমিতের তুলনায় বাড়ছে সুস্থতা, জানাল স্বাস্থ্যমন্ত্রক।

বেলা ১২: করোনায় মৃত্যু ওড়িশার সাতবারের বিধায়ক প্রদীপ মহারথীর। টুইটে তাঁকে শেষ শ্রদ্ধা জানান রাজ্যপাল, মুখ্যমন্ত্রী-সহ আরও অনেকে।

বেলা ১১.৪৩: অসমে করোনা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে দাবি স্বাস্থ্যমন্ত্রীর।

সকাল ১০.৩৫: ওড়িশায় আক্রান্ত আরও ৩,৩২৬ জন।

সকাল ১০.২৭: করোনা আক্রান্ত নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর ডেপুটি ডিরেক্টর কেপিএস মালহোত্রা। মাদক মামলায় দীপিকা পাড়ুকোনকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তিনি।

সকাল ১০.২৪: ধীরে ধীরে সুস্থ হচ্ছেন করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনও বিপন্মুক্ত নন তিনি, দাবি হোয়াইট হাউসের চিকিৎসকের। তাঁর আরও দাবি, রেমডিসেভির দ্বিতীয় ডোজ নিয়েছেন ট্রাম্প।

সকাল ৯.৪৪:  ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭৫ হাজার ৮২৯ জন। মৃত্যু হয়েছে ৯৪০ জনের।

সকাল ৯.০২: গতকাল করোনা পরীক্ষা হয়েছে ৭ কোটি ৮৯ লক্ষ ৯২ হাজার ৫৩৪ জনের।

সকাল ৮.১৭: মিজোরামে আক্রান্ত আরও ১৭ জন।

সকাল ৮.০৯: দিল্লির  সর্দার প্যাটেল কোভিড কেয়ার সেন্টার অ্যান্ড হসপিটালে শুরু যোগা প্রশিক্ষণ।

সকাল ৭.১৮: করোনা ভাইরাস মোকাবিলায় অস্ত্র টেস্টিং, জানাল স্বাস্থ্যমন্ত্রক।

ভোর ৫.০৭: আমেরিকার জন্য আমাকে ফিরে আসতে হবে, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement