shono
Advertisement
Air India

মাঝ-আকাশে আগুন! সিঙ্গাপুরগামী এয়ার ইন্ডিয়ার বিমান ফিরে এল দিল্লিতে, ছিলেন ১৯০ জন যাত্রী

মাঝ-আকাশে থাকার সময়েই ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। বিমানের বিদ্যুৎ ব্যবস্থায় আগুনের ফুলকি দেখা যেতেই তড়িঘড়ি দিল্লিতে ফিরে এল সিঙ্গাপুরগামী এয়ার ইন্ডিয়ার বিমান। বিমানটিতে ১৯০ জন যাত্রী ছিলেন।
Published By: Saurav NandiPosted: 04:56 PM Jan 15, 2026Updated: 05:37 PM Jan 15, 2026

মাঝ-আকাশে থাকার সময়েই ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। বিমানের বিদ্যুৎ ব্যবস্থায় আগুনের ফুলকি দেখা যেতেই তড়িঘড়ি দিল্লিতে ফিরে এল সিঙ্গাপুরগামী এয়ার ইন্ডিয়ার বিমান। বিমানটিতে ১৯০ জন যাত্রী ছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ড্রিমলাইনারের বোয়িং ৭৮৭-৯ বিমানটির অগজিলিয়ারি পাওয়ার ইউনিটে আগুন লাগার সংকেত মেলে। এর পরেই আর ঝুঁকি না নিয়ে বিমানটিকে দিল্লিতে জরুরি অবতরণ করান পাইলটেরা। রাজধানীর বিমানবন্দর থেকে ওড়ার পর প্রায় ঘণ্টাখানেক মাঝ-আকাশ ছিল বিমানটি। সেই সময়েই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এর পর বৃহস্পতিবার ভোর ১টা নাগাদ দিল্লিতে ফিরে আসে বিমানটি।

এই ঘটনায় দুঃখপ্রকাশ করে বিবৃতি দিয়েছে এয়ার ইন্ডিয়া। সংস্থার মুখপাত্র বলেন, "বিমানটি নিরাপদেই দিল্লিতে ফিরে এসেছে। এই ভোগান্তির কারণে আমরা যাত্রীদের কাছে ক্ষমা চাইছি। দিল্লিতে আমাদের সংস্থার কর্মীরা যাত্রীদের সব রকম ভাবে সাহায্য করেছেন। পরে অন্য একটি বিমানে করে যাত্রীদের সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।"

প্রসঙ্গত, গত বছর আমেদাবাদে দুর্ঘটনার কবলে পড়েছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। বিমানবন্দর থেকে ওড়ার কিছু মুহূর্তের মধ্যেই সেটি ভেঙে পড়ে। সেই ঘটনায় অন্তত ২৬০ জনের মৃত্যু হয়েছিল। আমেদাবাদে দুর্ঘটনার কবলে পড়া বিমানটিও ড্রিমলাইনার সংস্থার বিমান ছিল। তখন থেকেই সংস্থার বিমানের নিরাপত্তা প্রশ্নের মুখে। প্রশ্ন উঠেছিল বিমানগুলির রক্ষণাবেক্ষণ নিয়েও। সেই ঘটনার পর আরও একাধিক বার এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। তার পরেও কেন বিমানগুলির ঠিকমতো রক্ষণাবেক্ষণ হচ্ছে না, তা নিয়ে আবার প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়া।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement